আমার দেশের
প্রকাশনা বাতিল:
প্রেস ঘিরেছে পুলিশ
ঢাকা, ১ জুন (শীর্ষ নিউজ
ডটকম):
অবশেষে দৈনিক আমার
দেশ নিয়ে দিনভর
চলতে থাকা গুঞ্জনই
সত্যি হল। বাতিল হল
পত্রিকাটির প্রকাশনা। এ
রিপোর্ট লেখার
সময়ে প্রকাশনা বাতিলের
আদেশ (স্মারক নম্বর-
জেপ্রঢা/
প্রকা/২০১০/৩৯৬/
তা-১/৬/২০১০
ঢাকা জেলা প্রশাসকের অফিস
থেকে আমার দেশ
পত্রিকা অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল।
আর তেজগাঁও শিল্পাঞ্চলের
বেগুন বাড়ি এলাকায় আমার
দেশের প্রেস ঘিরে রেখেছিল
পুলিশ। আজ মঙ্গলবার
রাতে আমার দেশ সম্পাদক
মাহমুদুর রহমানের
বিরুদ্ধে প্রকাশক হাসমত
আলী মামলা ঠোকার পরপরই
শুরু হয় প্রকাশনা বাতিলের
প্রক্রিয়া। তেজগাঁও
শিল্পাঞ্চল থানায় তার
দায়ের
করা মামলাটি প্রতারণার
( দণ্ডবিধি ৪১৯/৪২০/৫০০)।
মামলা নম্বর ১ (০৬) ১০।
তেজগাঁও শিল্পাঞ্চল
থানার অফিসার ইনচার্জ ওমর
ফারুক জানান ,
বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও
মানহানির
অভিযোগে ৩টি ধারায়
মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পত্রিকার
মালিকানা ও প্রকাশনা বিষয়
বুঝিয়ে দেওয়া সত্ত্বেও
প্রিন্টার্স লাইনে হাসমত
আলীর নাম ব্যবহার
করে মাহমুদুর রহমান
প্রতারণা করেছেন
বলে অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে -
প্রকাশক হিসেবে তার
( হাসমত) নাম ব্যবহার করায়
তিনি নানাভাবে হয়রানির
শিকার হচ্ছেন। পত্রিকায়
প্রকাশিত সংবাদের
কারণে তিনি ইতিমধ্যে অনেক
মামলার আসামিও হয়েছেন।
এতে তার মানহানি ঘটছে।
এদিকে আমার দেশের ওপর
সরকারি খড়গের
প্রতিবাদে কাল বুধবার
সকাল ১১টায় জাতীয়
প্রেসক্লাবের
সামনে থেকে বিক্ষোভ
সমাবেশ ও মিছিলের ডাক
দিয়েছে বাংলাদেশ ফেডারেল
সাংবাদিক ইউনিয়ন ও
ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
( শীর্ষ নিউজ ডটকম/ এসআর/
জেডএম/ সস/ ২২.৩০ঘ.)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





