এখন খন্ড খন্ড মেঘ আকাশে আছে
কখন এ পাশে কখন ও পাশে ।
সে দূরন্ত গতিতে ছুটে বেড়াচ্ছে
মাঝে মাঝে দু এক টুকরো মেঘ ছুটে পড়ছে ।।
যেখানে সুন্দরী তুমি মধু পূর্ণিমা
সেখানে তুমি আমায় বলছো প্রিয়তমা ।
চারুলতা হে
তুমি কি স্বপ্নে দেখা সে ।
ওহে তোমার পদধুলি পড়েছে
আমার এ ছোট হৃদয় তা জেনেছে ।
সন্ধায় সূর্য ডুবেছে
চন্দ্রের পদধুলি মাটিতে নেমেছে ।
একে বেকে চলছে একটি হৃদয়
মুখে তার একটি ধ্বনি
হবে হবে তার জয় ।
অবাধ মন যেখানে কাঁদে
কি করে আর সে
অন্য গাছে বাসা বাঁধে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


