কেউ ভাল বাসলো না বলে মম,
শুধু শুধু ব্যাথা তুমি পেয়োনা;
ভাল বাসা বিলিয়ে দিয়ে তোমার,
খুজে নিও হৃদয়ে পরম শান্তনা।।
কেউ তোমায় আপন করলোনা বলে,
শুধু শুধু হতাশায় ডুবে যেও না;
যতটুকু পার পরকে কর আপন;
এমনিতেই জীবন তোমার যাবে চলে।।
কেউ তোমাকে কাছে ডাকলোনা বলে,
শুধু শুধু অহসায় তুমি ভেবোনা;
মানুষেরে তুমি হাতছানি দাও প্রেমের,
তাতেই পরম সুখ, দুঃখকে দাও পদতলে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





