আজ দীর্ঘ সাত (৭) বছর পর সামুতে আসলাম। ৭ বছর আগের আমি আর আজকের আমার মাঝে মনে হয় যোজন যোজন পার্থক্য। সময় নদীর সাথে জীবন ঘড়ি ও অবাক করার মত বদলে যায়। ৭ বছর আগে যখন সামুতে একাউন্ট করি (যদিও আগে থেকেই বিচরন ছিল সামুতে কিন্তু একাউন্ট খোলা হয় নাই।) তখন নিজের সম্পর্কে লিখেছিলাম-
"একজন অভাগা নয়া ইঞ্জিনিয়ার। ব্লগ লিখার থেকে পড়তে বেশি ভালবাসি। লিখতে আইলসেমি লাগে আর কি!! বই পড়তে ভাল লাগে। মুভি দেখতে এবং কালেকশন করতে অসম্ভব পছন্দ করি। বর্তমানে নিজের কাছে ৪ হাজার এর উপর মুভির সংগ্রহ আছে এবং সংগ্রহ চলছে , চলবে ইনশাল্লাহ।"
নয়া থেকে আজ অনেক পুরাতন হয়ে গিয়েছি। সময়ের সাথে বয়স বেড়েছে। বেড়েছে দায়িত্ব। ৭ বছর আগের আমার সাথে কত আপন জন ছিল, সময়ের পরিক্রমায় অনেকেই তাদের শেষ ঠিকানায় পৌঁছে গেছে। আগের আমার কাছে বই পড়া, সিনেমা দেখা ছিল জীবনের অবিচ্ছেদ অংশ, এখন জীবনের চাপে আয়নায় নিজের চেহারা দেখবার মতই সময় পাওয়াই দুষ্কর।
ব্লগ লিখবার জন্য "হেনরি রাইডার হেগার্ড" নাম পছন্দ করবার পিছনেও ছিল লেখকের প্রতি অপরীসীম ভালবাসা। তার বই গুলো পড়লেই হারিয়ে যেতাম আফ্রিকার গহীনে "জুলু" সম্প্রদায়ের মাঝে। তার অনবদ্য সৃষ্টিদের মত ভাবতে চেষ্টা করতাম।
দায়িত্বের বেড়াজালে জীবনের সাথে নিজের জন্য সময় বের করাই এখন অসম্ভব। অফিসের কাজে চোখে এখন নিয়ম করে সর্ষে ফুল দেখি, সেখানে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়ার মত দুঃসাহস দেখাবার মত সময় ও পাওয়া অসম্ভব। যেই আমি মাসের হাত খরচের একটা অংশ শুধু জমাতাম বই কিনবার জন্য।সেখানে এখন মাসের শুরুতে চাল-ডালের হিসেব নিয়ে বসি। ফিক্সড ইনকামের টাকায় বই কিনবার মত ইচ্ছেটাও হয়তো মরে যাচ্ছে!! সিনেমা কালেকশন দূরে থাক-শেষ কবে কোন মুভি দেখেছি তাও মনে নাই। ৭ বছর আগের বট গাছের ছায়া আজ আর নেই জীবনে, সেই গাছের চারা হিসাবে নিজেই বট গাছ হবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নিজের স্বপ্ন গুলোকে বাক্স বন্দি করে।
করোনাকালীন এই সময়ে বেচে থাকলে হয়তো আবার আসবো ব্লগে।
সময়ের স্রোত কোথায় নিয়ে যায়,দেখা যাক!!!!
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:০২