প্রিয় ব্লগার বন্ধুরা এটা আমার আলোচনার বিষয় না, বরং এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এইটুকু একটা শহরে এক কোটি লোক বাস করে আর এটুকু ধাক্কাধাক্কি হবেনা?! (আমেতো বরং বলি, হতেই হবে। নাহলে মজাকই!!)
একটা মেয়ে অনেকক্ষন ধরে বাসের অপেক্ষায়। আর দশজনের মতই অফিস শেষে (খুব সম্ভব) অথবা ক্লাশ শেষ করে একই রকম (বা একটু বেশী) ক্লান্ত হয়ে বাড়ি ফেরার চেষ্টায় দাঁড়িয়ে আছে। ও কি কনুয়ের গুঁতো মেরে উঠতে পারবে বাসে? কে জানে? আমাদের দেখার বা ভাবার সময় কোথায়, আমাদের বাসায় যেতে হবে। আমাদের মা, বোন বা স্ত্রী অপেক্ষা করছে বিকেলের নাস্তা নিয়ে। আচ্ছা তার জন্য কেউ কি অপেক্ষা করছে, নাকি বাসায় পৌছে (যদি সম্ভব হয়!) তাকে অপেক্ষা করতে হবে অন্য করো জন্যে... নাস্তা বানিয়ে...
যতদুর মনেপড়ে, বি.আর.টি.সি. কিছুবছর আগে 'মহিলা বাস সার্ভিস' চালু করেছিল, যা বেশিদিন চোখে পড়েনি রাস্তায়...
মেয়েরা, যারা নিজেদের অন্যের বোঝা না বানিয়ে নিজের দায়ীতত্ব নিয়েছে, একটা পরিবারের দায়ীত্ত্ব নিয়েছে, একটা দেশের অর্থনিতিকে এগিয়ে নিয়েছে (এত হরতাল অবরোধ সত্তেও গামেন্টস সেক্টরের যেসব মেয়েরা ১৬% রেমিটেন্স বৃদ্ধি করেছেন তাদের সালাম) তাদের জন্য একটা বাস সার্ভিস... ভিক্ষা বা দয়া মনেকরে এক-দুটি বাস নয়, দায়ীত্ত্ব এবং প্রয়োজন অনুভব করে একটা পুর্নাঙ্গ বাস সার্ভিস শুধু মাত্র মেয়েদের জন্য... খুব কি কষ্ট? খুব কি কঠিন?... বুঝিনা...
আমি নিশ্চিত (১০০%) কোন বাস মালিক এই ব্লগে ভিজিট করেন না। কিন্তু প্রিয় ব্লগার ভায়েরা আপনাদের যদি কোন আত্মীয়-স্বজন, গ্ঞাতী-গুষ্টি, শালা-সম্মদি (আই মিন শশুর কুলের নিকট জন) যোগাযোগ ব্যাবসার সাথে জড়িত থাকে তাদের একটু বলবেন? প্লিজ।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




