বেশ অবাক, এবং বেশ কিছুটা বিরক্ত। বিরক্ত হবার মত পরিস্থিতি এখন বেশ। বিরক্তি কাটাবার হার্ডডিস্ক এখন ক্রেশ। তাও যতটুকু প্রোছেছ ছিলো ফেইসবুক, তাও নিউজ ফিড হাউজ ফুল হবার ভয়ে বন্ধ। কিছু লিখবো তাও ফর জিরো। আসলে জিরো বলা চলে না, ভয়ের জন্য।
আচ্ছা এই যে আপিল করা, না করা, দোষ মেনে নিয়ে প্রান ভিক্ষা চাওয়া আবার না চাওয়া এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। যতদূর জানা, কখনো দেখিনি মিডিয়াতে ঘোষণা দিয়ে ফাঁসি দেয়া। এরশাদ শিকদার, বাংলা ভাই, জঙ্গি ছাড়াও আরো কিছু বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি হয়েছে, সেটাতে তো মিডিয়াতে আগে থেকে প্রকাশ পায়নি। রায় কার্যকর হওয়ার পরই প্রকাশ পেয়েছে। যদি আপিল করে প্রান ভিক্ষা নাই পাওয়া যায় তাহলে এতো নাটক বা ঘটানার কি দরকার ?
এখন কি সাধারন ভাবা মাথা মোটা জনগণের মধ্যে বিচার বিভাগ,সুপ্রিম কোর্ট, সরকার, সত্য মিথ্যা এবং সব কিছুর জন্য একটা প্রশ্ন উঠে না? সব কিছুর থেকে এদের দুরে ঠেলে আবার এসব বিষয়ের উপর চোখ পড়ার জোরদার চেষ্টা কেন তবে ?
"রাজাকারে ফাঁসি কার্যকর" ঘুম থকে উঠে সকালে মোরনিং বুলেটিন অথবা নিউজ পেপারে দেখব। তবে এ নিয়ে এত চমক চমকা চমকির কি দরকার ?
নাকি মেনে নেবো সব কিছুর পর ঘোষণাটাই চমক !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


