*) আমি সারাজীবন নিজেরে ভালোমানুষীর মুখোশে ঢাইকা রাখছি, আম্মা বলতো... এটা করবা না, ওইটা করবানা.... পাপ হবে,,,, আল্লাহ শাস্তি দিবে, পাপের ভয় বুকে নিয়া বড় হইছি... সব সময় ভয়ে থাকছি কখন কি কইরা বসি, অথচ সেই আমিই এমন কিছুকাজ করছি যা শুনলে পরিচিত কেউ বিশ্বাস করবে না এইটা আমারে দিয়া সম্ভব।
*) আমার উলটা-পালটা ধরণের অযৌক্তিক রাগ আছে যদিও খুব কমই রাগি...কিন্তু রেগে গেলে মানুষকে খুব কষ্ট দেই...খুব ক্ষমা চাইতে ইচ্ছা করে, কিন্তু পারিনা।
*) আমি বই পড়তে অসম্ভব ভালোবাসি... সারাজীবন আমি যেখানে যত শাস্তিপাইছি, তার 80% ই বই পড়ার জন্য, কিন্তু এত আগ্রহ সত্ত্বেও আমি খুব বেশি পড়ি নাই, কিংবা বলা ভালো পড়তে পারি নাই। বেঁচে থাকলে সুযোগ পাব আশা করি।
*)খুব অবরুদ্ধ অবস্থায় বড় হয়েছি, কত কিছু করার শখ ছিলো, কিছু করতে পারি নাই, স্কুল জীবনটা ক্লাস বাদ দিয়ে আব্বার সাথে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কাটিয়েছি। (কারণ আব্বার ধারণা ছিলো তার সামনে না থাকলে আমি পড়াশুনা করবো না) আব্বা স্কুল থেকে স্পেশাল পারমিশান নিয়ে রাখতেন। উফ! কি ভয়াবহ ছিলো সেই দিনগুলি।
*) আমি অনেক বোকা কিসিমের মানুষ, কি করা দরকার বা বলা দরকার বুঝিনা, সারাজীবন বাপ-মায়ের বকা খাইছি এর জন্যে। এখনও পদে পদে ভুল করি... জীবনে শুধু একটা কাজ পুরোপুরি ঠিক করছি, সেইটা হলো ইথাররে ভালোবাসা..... এই ব্যাপারটা নিয়ে আমার কোনখানে এক ফোটাও দ্্বিধা নাই.... ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



