দীর্ঘ এক মাস ছুটির পর কলেজে গেলাম সেপ্টেম্বার এর ৩০ তারিখে। আবার শুরু হল যন্ত্রণা...সকালের ঘুম হারাম...। যখন ঘুম থেকে উঠি দেখি পৃথিবী আন্ধার...
আজকে আবার শুনি যে ১২ তারিখ থেকে পরীক্ষা। ৬ তারিখে বলছে যে ১২ তারিখ থেকে পরীক্ষা। গোনা শুরু করলাম, ৬ দিন পর পরীক্ষা...সাবজেক্ট ৬ টা...আমি মানুষ ১ টা...। সিলেবাস এখনও জানি না, অথচ পরীক্ষা দিতে হবে।
আজকে আবার পিংকির পাশে বসছি। আজকে ওর কী জানি কী হয়েছে, সারা টা দিন খালি প্যাঁচাল পারল। পিংকির পাশে মৌমিতা...the living legend। ওর আবার একাউন্টিং ক্লাস করতে ভাল লাগে না। অতএব...ক্লাস বাংক করিতে হইবে।
ইংরেজি ক্লাসে আবার দেখি সে ডেস্কে মাথা দিয়ে ঘুমের প্রিপারেশন নিচ্ছে। একটু পর বলল যে, আরাম লাগছে না। তারপর ব্যাগ টা নিয়ে ওটায় মাথা রাখল। সামনে যে ম্যাডাম লেকচার দিচ্ছে তাতে ওর কোনই ভ্রুক্ষেপ নাই! ওকে খালি দেখি আর অবাক হই...
যাই হোক, দুঃখের বিষয় হল সামনে পরীক্ষা। এই লিমিটেড টাইমে আনলিমিটেড সিলেবাস কেমনে শেষ করব সেটা নিয়ে চিন্তিত আছি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




