প্রথমে আমার বন্ধু,
অতঃপর ‘সে’ এবং শেষতঃ ‘কেউনা’
‘সে’ যখন আবেগে আমার কব্জি
তানার চুল দিয়া বাঁধতিছিলেন
আমি তারে কইলাম
আফনে এইডা কি করতিছেন (খালাম্মা!)?
তানি কইলেন- তোমারে বাঁন্ধি
আমি কইলাম, আররে বোকা নাকি!
শক্ত দড়ি দিয়া বান্ধ গো বান্ধব
ছুইটা যামু তো!
‘সে’ কয়-‘পালাবে কোথায়!
এই পিরথিবী আকাশ আর দিগন্তে বাঁন্ধা!’
কী ভয়ন্কর সব্বনেশে কথা!
এক দশক ছুটিছি
এদিক সেদিক দিগ্বিদিক
তয় পালাইতে পারিনাইক্কা
যখন ভাবিছি এইবার পালানো
সঠিক হইছে, তখন দেখি
আমি তোমার নরম কালো
রেশমি কোমল মেঘের
চুলের ছায়ায়।
আমি পলাইছি, টুক্কি...
তুমি আমারে পাইছো না কি (খুকি)।
শেষ পর্যন্ত পালানো আর সঠিক হয়নি
কোনদিনও!
সবকিছু থেকে পালানো গেছে
‘সে’এর সেই কথা থেকে পালানো যায়নি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





