
আওয়ামী লীগের একজন সাধারণ সমর্থককে যদি বলেন, আপনার আপা দেশটার বারোটা বাজিয়ে চলে গেছে। সেই সমর্থক অস্বীকার করবে না শেখ হাসিনা খারাপ কিছু করেনি। বরং নিজের অসহায়ত্ব প্রকাশ করে পারলে নিজেও অভিমানি সমালোচনা করবে।
আপনি যদি বিএনপির কোনো কর্মীকে বলেন, আপনার দল তো লুটপাট করেছে। দেশটাকে পাকিস্তানি ভাবাদর্শে পরিচালিত করেছে। ওই কর্মী সব অস্বীকার করে আওয়ামী লীগের অপকর্মের বয়ান দেবে। যদিও আপনি তার দল নিয়ে কথা বলছেন, সে ওসব ভ্রুক্ষেপই করবে না। তবে একটা বিষয় সত্যি, সে বিএনপির কর্মী এটা অস্বীকার করবে না।
কিন্তু আরেকটা দল এবং ছাত্রসংগঠন আছে যারা স্বীকারই করবে না যে তারা কোন দলের। আওয়ামী লীগের লুঙ্গির তলে বহুবছর ছিল। অপকর্ম যা করার সব করেছে। আওয়ামী লীগ নেই তাও তারা গুপ্ত থাকে। সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থী হয়ে তারা কাজকর্ম চালায়। যদিও বলা হয় এটা কৌশল। মোনাফেকি নাকি কৌশল! দেশের শিক্ষিত এবং নিষ্পাপ লোকজন এখনও এদের ঠিকমতো চেনেনি। যদিও মোটামুটি ফাঁস হয়ে গেছে অনেককিছু।
ব্লগেও কিছু গুপ্ত ব্লগার আছে। মন্তব্যে বোঝা যায় তাদের ভাবাদর্শ কিন্তু সাধারণ সাজে। মনে করে ওদের চরিত্র কেউ বুঝবে না।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



