পেরিয়ে এসে সহস্র বছর, আজ আমি
পেছনে তাকাই
ফেলে আসা আমার সেই পদচিহ্ন আজ
ম্রীয়মান প্রায়।
ফেলে আসা দিনগুলি, স্মৃতির পাতায়
আকিবুকি দেয়
ভুলিনি আমি তোমায়, তুমি আছ
আমার মায়ায়।
কত দিন দু'জনে, পাশাপাশি হেটেছি
হাতধরধরি করে
সেই পথ আছে, শুধু নেই তুমি
আমার পাশে।
জীবনের কত ঝড়, পরিয়েছি দু'জনে
একসাথে হাতধরে
সময়ের নিষ্ঠুর আলিঙ্গনে, তুমি আজ
হারিয়েছ স্মৃতির অতলে।
জানিনা বদলেছ কিনা তুমি, আমি আর
বদলাইনি একদম
আমার দিন কাটে, ঝাপসা চোখে
তোমার স্মৃতির ক্যানভাস দেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


