সত্যি বলতে কেউ কেউ এমন থাকেই যাদের ঘর হয়না ,সংসার হয়না ,রাত জেগে কেউ গল্প শোনায় না । কেউ কেউ এমন থাকেই যাদের জন্য কেউ অপেক্ষা করেনা । কেউ কেউ সারাদিন বসে থাকে ,সারারাত জাগে একটা মিস ইউ মেসেজ এর জন্য বাট তাদের এমন কেউ থাকেনা যে মিস ইউ মেসেজ দিবে । হাজার মানুষের ভীরেও তারা বয়ে চলে একাকিত্ব । জোকস আর হাসির ভিতর লুকিয়ে কান্না করে । কেউ কেউ এমন থাকেই যাদের সবাই মনে করে অনেক সুখি, কিন্তু কেউ জানেই না এই হাসিমুখের আড়ালে কতটা কান্না জমা । ভাল আছি, সুখে আছি এই মিথ্যেটা যারা অহরহ বলে চলে । আমি হয়তো তাদের মতই একজন । অথবা তাদের চেয়ে আলাদা । প্রতিটি মানুষের জীবনে থাকে স্বপ্ন থাকে আশা ও উদ্দেশ্য । আমারো যে ছিলনা তা নয় , বরং আরো দশজনের চেয়েও ছিল প্রবল । কিন্তু ব্যার্থতা গুলো ধীরে ধীরে আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব থেকে দূরে ঠেলে দিয়েছে । প্রতিনিয়ত দুরত্ব বাড়ছে । মাঝে মাঝে ভাবি একদিন এই দুরত্ব অনন্তের সাথে মিশে গিয়ে আমার অস্তিত্বকেই বিলিন করে দিবে । বাট তারপরেও ফিরে আসি । স্বপ্ন দেখি ঘুরে দাড়ানোর ।
ক্যান যেন রোজ রোজ নিজেকে মিথ্যে বলতে ভাল লাগেনা এখন আর । ইচ্ছে হয় বিদ্রোহি হয়ে উঠি । কানে অবিরত বাজে আই হেইট মাইসেলফ ফর লাভিং ইউ । বাট তারপরেও রাতে গুড নাইট মেসেজ পাঠাই ।
বালিকা, আমি ভাল নেই । সত্যি ভাল নেই । মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে যাই দূরে কোথাও । বাট সেটাও পারিনা । কোন কোন দিন প্রিয় হয়ে ওঠে মাটি,কোন কোন দিন মানুষের কোলাহল ,কোন কোন দিন প্রিয় হয়ে ওঠে নদী,কোন কোন দিন প্রিয় হয়ে ওঠে জল । কোন কোন দিন প্রিয় হয়ে উঠি আমি ,আমার দুঃখ,আমার দীর্ঘশ্বাস,কোন কোন দিন প্রিয় হয়ে ওঠে শত্রু, তুমি হয়ে ওঠো আমার সর্বনাশ ।কোন কোন দিন প্রিয় হয়ে ওঠে ঘৃন্য,কোন কোন দিন প্রিয় হয়ে ওঠে মৃত্যু ।
বালিকা, কোন মানুষ যদি হাড়ের ভেতর টের পেয়ে যায় অনিবার্য নিঃসঙ্গতা তার ,রক্তের ভেতরে যদি জেনে যায় অতিরিক্ত সে পৃথিবীর পথে ,স্বপ্নের উপায়হীন মৃত্যু যদি উপলব্ধি করে সমস্ত মজ্জায়,তখন বলতে পারো কি যুক্তি তার বেচে থাকবার ?
হৃদপিন্ডের সমস্ত উষ্ণতা উপেক্ষা করে জীবনের সমস্ত স্বপ্নকে কবর দিয়ে সামান্য এই বেচে থাকবার নামে আত্বার তীব্র আর্তনাদের নাম যদি জীবন হয় তবে মৃত্যুর পরিনতি কি তুমি বলতে পারো ?
এই জীবনটা টেনে নিতে আর ভাল লাগছেনা ।
আমার সব কিছুতে তুমি এমন ভাবে মিশে আছো , আমি চাইলেই তোমায় ভুলতে পারিনা। আর তোমায় ভুলতে গেলে আমার অস্তিত্ব হুমকির মুখে পড়ে যায় । আমি না পারছি বেচে থাকতে না পারছি মরে যেতে । আমি শুধু জানি এই কষ্টটা কেমন । তুমি কখনোই বুঝতে পারবেনা ।
ভালবাসা মানে যে কতটা কান্না , নিজেকে না দেখলে বুঝতাম না ।
বিঃদ্রঃ আমি ভুলেই যাই যারা প্রোগ্রামার তাদের কোন প্রেমিকা থাকেনা , মিস করার কেউ থাকেনা । আমি হয়তো প্রোগ্রামিং এর দিকে যাচ্ছি । তোমাদের অট্টালিকায় তোমরাই থাকো ।
I hate myself for loving you. Can't break free from the things that you do. I wanna walk but I run back to you, That's why I hate myself for loving you.......
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




