পড়াশোনাকে শুধু ক্ষুন্নিবৃত্তির পাগলা ঘোড়াকে লাগাম পড়ানোর জন্য নয়, বরং নিজের সংবেদনশীল মননকে অবারিত করার পথ হিসেবে বেছে নিয়েছে বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থীরা। সেই অভ্রভেদী স্বপ্নের দুরন্ত প্রকাশ ‘অন্বীক্ষা’। অন্বীক্ষা, তাই যুক্তির দুর্ভেদ্য দেয়ালের মধ্যে থেকেও তরুণতরদের সৃজনশীলতার পরিচয়ক।
সাফল্যের সাথে সি.এস.ই. ফেস্টিভাল উদযাপনের পর উৎসবের সেই সাতরঙা দিনগুলোর ছবি আর প্রাণের প্রাচুর্যে অবিকল্প তরুণদের লেখা নিয়ে এই স্যুভ্যেনির। শূন্য আর এক এর দ্বিমিক জীবনের বাইরের স্বপ্নগুলো কবিতার রূপ নিয়েছে তরুণদের হাতে। অমিমাংসিত প্রশ্নের অসমাপ্ত উত্তর, চেনা জীবনের অচেনা দিনগুলো উঠে এসেছে তরুণ গাল্পিকদের গল্পে। সেই সাথে এতে সগৌরবে জায়গা করে নিয়েছে কয়েকজন শ্রদ্ধেয় শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের বর্ণিল রচনা।
বাঁধনভাঙার আওয়াজকে অক্ষরবন্দী করার প্রমিথিয়ান প্রচেষ্টা যেমন পাঠকের চোখ এড়াবে না, তেমনি নজরে পড়বে প্রাযুক্তিক প্রাজ্ঞতায় প্রজ্জ্বল প্রবন্ধগুলো। শুদ্ধ নান্দনিকতার প্রশ্নে হয়তো সব লেখাই অতিক্রামী নয়, তবে প্রাণের প্রাচুর্যে এরা অতুলনীয়।
শুভেচ্ছান্তে,
সম্পাদনা পর্ষদ
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





