লালন সাঈ এর জীবনী নিয়ে একটা গবেষণা ধর্মী বই পড়তে পড়তে হটাত সাঈ এর অনুকরনে একটা গান লিখার দৃষ্টতা দেখিয়ে ফেললাম!
সক্রেটিস থেকে লালন সব দার্শনিকেরই দর্শনের মূল তত্ত্ব হল know thyself বা নিজেকে জানো; এ জীবনবোধ কে নিয়েই লেখা আমার এই লালন গীতি।
আশা রাখি সাঈ-শিষ্যের এই দৃষ্টতা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
# Revival of Lalon-ism!
------------------------------------
আপনার মাঝে যে ভবানী
তারে না বুঝি
খুজি আমি সুখ দেশ বিদেশ
মনরে,
আপনার মাঝে ডুব দিয়ে দেখ
পাবে যে সুখ অনিঃশেষ।
যে সুখের লাগি পররে ভজ
সে সুখ আপনাতে খোজ।
নিজেরে খুজি পাইলে রে মন
সুখে তোমার রবে যে জীবন।
তাই লালন শিষ্য কয়, লালন মতে
সুখরে নয়, নিজেরে খোজ দিনেরাতে।
দুঃখ করে কয় গো সাঁঈ
এখন আর মনের দাম তো নাই
ইচ্ছা অন্ধ সবাই এখন
পায়না খুজে জীবন মনের মতন।
যেমন তেমন হোক চাকরি যে চাই
তাতে মনের যে যোগ নাই
সাঁঈ-শিষ্য কহে আফসোস করে
গাধার জীবন এমনি যে খেটে মরে।
পায়না জীবনের গভীর বোধন।
---------------------------
গানের নাম: আপনারে আপনি চিনিলে
একটা জিজ্ঞাসা:
গানে সুর করার নিয়ম কেমন তা কি কেউ জানেন? কোন বই বা ওয়েব লিনক কি কেউ দিয়ে সাহায্য করতে পারবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


