তোমার নাম মফিজ,
ভাড়া হইছে তিরিশ।
তোমার বাড়ির পাশে পুকুর ঘাট
সেইখানে জমছে শ্যাওলা।
তুমি সেইখানে প্রতিদিন শ্যাওলা দেখতে যাও।
আসলে যাও শ্যাওলা রঙা শাড়ি পরা মেয়েটাকে দেখতে।
পানির নিচে মাছের চোখ
দেখতে নাকি দারুণ।
কার চোখ যে দারুণ,
তা আর বলতে।
তোমার নাম মফিজ,
ভাড়া হইল তিরিশ।
তা তিরিশ না বত্রিশ সেটা
কে বলতে পারে।
বলতে পারতা যদি বাক্সটাতে
কামের কিছু দেখতা।
দেখো তো খালি
অ্যাডের রংচড়ানো মডেল গুলারে।
ভুল হইল, শুধু মডেল না।
সাথে প্রগ্রামের আল্ট্রামডার্ণ হোস্ট।
আর সুন্দরী নিউজ প্রেজেন্টার।
মামা,
অনেক হইছে।
এলা ক্ষান্ত দাও।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




