বহুদিন বাদে আজকে আবার রাত জাগতে মুঞ্চাইলো।
রাত জাগা কি খারাপ??
নাহ্, কে বলে খারাপ?
বহুদিন পর আজকে আবার চোখে ঘুম নাই।
ঘুম মনে হয় পিপড়ার পিঠে চড়ে এখন মাটির তলে চিনির আড়তে...
(সাথে যে চন্দ্রবিন্দুটারেও নিয়া যাবে তা অবশ্য জানতামনা)।
ক'দিন বাদেই বর্ষা,
এখন যদি হঠাৎ পিপড়ার বাড়ি চলে যায় তবে
১. মাস দুয়েকের আগে তার ফেরা হবেনা
২. একলা শুয়ে উলট পালট লেখার পাতা ছেঁড়া হবেনা
৩. চিনির টুকরা চোখের জলে আর কখনো মিশ খাবেনা
৪. একটা ঊনিশ আর কখনো বিশ হবেনা
তারপরেও রাত জাগতে মুঞ্চায়।।
আপসুস, রাত বাড়েনা.....এখন মুটে সন্ধ্যা।
বহুদিন বাদে তারাদের আলু, শূণ্য আন্ধার আসমা-----ননননন............
আসলে কিসু একটা লিখতে মুঞ্চাইতেসিলো। অনেকেই তো হাবিজাবি কত কিসু লিখে। আমি আর কি খারাপ লেখলাম।
ব্লগার ভাইয়েরা, বইনেরা ভাইবেন না,এইতা খায়া লেখসি। আউলা জিনিস লেখতে আমার এইসব লাগেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




