আমি ডায়রীতে অনেককিছু লিখি। যখন যা মনে পড়ে। কোনো কবিতার দুটা মাত্র লাইন মস্তিষ্কে অবতীর্ণ হয়েছে , লিখে রাখি । প্রচন্ড মেজাজ খারাপ , নিজেকে ছাড়া কাউকে কিছু বলার নাই , লিখে রাখি। নিজে নিজেই কোনোকিছু ভেবে হিজিবিজবিজ-এর মত হাসি পাচ্ছে , লিখে রাখি। যা কিছু ভবিষ্যৎ পরিকল্পনা , পড়ার হিসাব , আতেলীয় ভাবনা-চিন্তা , সবই লিখে ফেলি। কিন্তু আমার এত প্রতিভার কোনো কদর হয়না কারণ কেউ সেগুলি জানতে পারেনা।
ব্লগে লিখার জন্য সবচাইতে আকর্ষণীয় কারণটা হলো এটাই , আমার জ্ঞানগর্ভ লেখাগুলো, যা কোনদিনও কোন পত্রিকা ভূলেও ছাপাতে চাইবেনা, সেগুলোর একটা গতি করা এবং তদনুযায়ী প্রতিক্রিয়া লাভ। আশা করছি সহব্লগারদের সহানুভূতি , সহমর্মিতা , সহকর্মিতা এবং তাদের হস্তধূলিতে আমার এই ব্লগ ধন্য হবে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ রাত ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





