একুশে বইমেলা ২০১৪ তে প্রকাশিত
জীবনের পেয়ালায় ছোট্ট চুমুক
--হোসনে আরা মণি
ইত্যাদি গ্রন্থপ্রকাশ
নিতান্তই ‘একটি সহজ শব্দ’-- অথচ তাকে অর্জন করতেই আমাদের চলে যায় এক জীবন, দুই জীবন করে শতাব্দীর পর শতাব্দী।
নূপুর আছে, আছে নিক্কণ, অথচ সেসবই হঠাৎ চাপা পড়ে যায় দানবীয় ক্ষুধার গুহায়। জীবনকে পিষ্ট করে তার রস নিংড়ে আকণ্ঠ পান করে আজন্ম ক্ষুধাতুর দানব। দানবের দানবিক ক্ষুধার মত মানুষের প্রেম-পিপাসাও চিরন্তন, চিরদুর্নিবার। একদিকে সেই দুর্দমনীয় প্রেমীষা আর অন্যদিকে এই ঝকমকে বেলোয়ারি কাচের দ্যুতিময় দুনিয়ার জলসাঘরবিহারী নট-নটী-- এসব দশ উপচারে ডালি সাজিয়ে ভিন্নতর ভাবনার স্বাদ দিতে আপনার অধরের চকিত ছোঁয়ার অপেক্ষায় জীবনের পেয়ালাটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



