আমরা দিনের বেলা সুর্যিমামার কল্যানে সবকিছু দেখতে পাই। কিন্তু দিনের শেষে মামাকে বিদেয় দেবার পড় হতে চোখে আন্ধার দেখতে থাকি। সব কিছুই অদৃশ্য। চারিদিকে কাল আর কাল। কিন্তু পরদিন সুর্যমামা যখন আবার দেখা দেয় সঙ্গে সঙ্গে সব কিছু ফকফকা। দুনিয়ার তাবদ সোন্দর্য্য চোখে এসে ধরা দেয়। সবকিছু পরিস্কার দেখতে পাই আমরা।
আমরা সবাই চোখ দিয়ে দেখি। কিন্তু কোন জিনিষটি আমাদের সবকিছু দেখতে সাহায্য করে বলতে পারবেন? উত্তরটা অনেকেরই জানা আছে। জিনিষটা হচ্ছে আলো....আমাদের সব কিছু দেখতে সাহায্য করে যে শক্তি তার নাম আলো।
আলো বস্তুর উপর পড়ে এবং বস্তুকে আলোকিত করে বলেই বস্তু উজ্জল হয়ে ওঠে। আলোর ধর্ম অনুযায়ী আলো বস্তুর উপর পড়ে প্রতিফলিত হয়। আমরা যখন কোন বস্তুর দিকে তাকাই তখন ঐ বস্তুর উপর পতিত আলোর প্রতিফলন আমাদের চোখে এসে পড়ে এবং সেই প্রতিফলিত আলোক রশ্মী আমাদের চোখের লেন্সের মধ্য দিয়ে চোখের রেটিনার উপর পড়ে বস্তুটির একটি প্রতিচ্ছবি সৃষ্টি করে তখন আমরা বস্তুটিকে দেখতে পাই। এ কারনে আলো না থাকলে সব বস্তুকে আমরা কালো দেখি যা আমাদের কাছে অন্ধকার বলে মনে হয়।
পাঠকদের অনেকে হয়ত বিরক্ত হয়ে উঠেছেন আলো আর চোখ নিয়ে আমার প্যচাল দেখে। আসলে আমি এ ব্লগে নতুন। অনেক চিন্তা ভাবনা করেও যখন পোষ্ট লেখার বিষয় খুজে পাচ্ছিলাম না তখন ভাবলাম ফটোগ্রাফি বিষয়ে যেহেতু এট্টু-আধটু অভিজ্ঞতা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। পোষ্টটির শিরনাম দেখে অনেকেই বুঝেছেন এখানে ফটোগ্রাফির অ-আ-ক-খ অর্থাৎ একেবারে বেসিক বিষয় নিয়ে। এজন্যই একটু বেসিক বিষয় নিয়ে পেচাল পারলাম। কারন ফটোগ্রাফির ধারনার উদ্ভব হয়েছে কোনও অন্ধকার স্থানে আলো ফেলে কোনও বস্তুকে দৃশ্যমান করে তোলার ধারনা থেকে। বিষয়টি সম্মন্ধে ধারনা থাকলে পড়ের লেখাগুলো বুঝতে আরো সহজ হবে। যাই হোক আসুন এবার জেনে নেই ফটোগ্রাফির আরো কিছু বেসিক তথ্য-
ফটোগ্রাফ (Photograph) শব্দটির উৎপত্তি দুটি গ্রীক 'ফটোজ' (phos) ও 'গ্রাফোজ' (graphê) শব্দ থেকে। ফটোজ অর্থ আলো "light" এবং গ্রাফোজ অর্থ অংকন "drawing"। শব্দ দুটিকে একিত্রত করলে অর্থ হয় "drawing with light" অর্থাৎ ''আলো দিয়ে আকাঁ'' ।
'ফটোজ' ও 'গ্রাফোজ' গ্রীক শব্দ দুটিকে জোড়া দিয়ে ফটোগ্রাফ (Photograph) শব্দটি তৈরী করেন জার্মান বংশোদ্ভুদ বৃটিশ বিজ্ঞানী ও জোতির্বিদ স্যার জন ফ্রেডরিক উইলিয়াম হারসেল (Sir John Fredrick William Herschel, 1792-1871)। বিজ্ঞানী হারসেল তার বন্ধু বৃটিশ পথিকৃত ফটোগ্রাফার উইলিয়াম হেনরি ফক্স ট্যালবট (William Henry Fox Talbot, 1800-77)- কে ১৮৩৯ সালে লেখা এক চিঠিতে ফটোগ্রাফ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন।
(...চলবে)
......................................................................................................
অবশেষে ব্লগিংএর একটি ভালো বিষয় খুজে পেয়েছি। একটি বা দুটি পোস্টে কখনও সম্ভব নয় তাই ফটোগ্রাফির উপর ধারাবাহিক ভাবে লেখার সিদ্ধান্ত নিয়েছি তবে ধীরে ধীরে। ফটোগ্রফি বিষয়ে আমার চাইতে অনেকের বেশী অভিজ্ঞতা রয়েছে তাদের কাছে পরামর্শ-সমালোচনা আশা করছি।
......................................................................................................
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১০ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




