শেখানো তত্ত্বের জড় কংকাল,
খসে পরা পলেস্তরার মত নিয়ম
পালন করছে, দুই হস্ত পদের প্রাণী।
ওলটানো থালায় আহার্য প্রদান
তলা বিহীন ঝুড়ির উপহাস।
উদ্ভ্রান্ত নেশায় বুঁদ হয়ে
পান করছি, আকণ্ঠ শ্লেষের পানীয়।
পরিচারিকার মত অবিরাম খাটাখাটি,
পূজনীয় জীবের তৈল মর্দনে।
হঠাত'ই চমকে উঠে কালু মিয়া
ভাঙতে চায়, গড়তে চায় নূতনকে।
চারদিকে কেউ নেই
ওঁত পেতে থাকে
নিতান্তই দুরাশার কেউটে ।।
(১৯ ডিসেম্বর ২০০৫)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


