একটা সময় ছিল যখন নিজেকে অন্যদের চেয়ে অনেক বেশি আলাদা ভাবতাম। পুরো পৃথিবীটাকে বদলে দেবার স্বপ্ন দেখতাম। নিজেকে ইতিহাস করার জন্য জন্মেছি, এমন করে ভাবতাম। সে দিন গুলো মোটেও মন্দ ছিলনা, বরং অনেক বেশি উচ্ছল ছিল; প্রানবন্ত ছিল। এর পরপরই আমার স্বপ্ন গুলোর সাথে যোগ হল আরেকজনের স্বপ্ন , এ স্বপ্ন ছিল গাঁটছড়া বাঁধার স্বপ্ন।
একটি সুখের ঘর, এক টুকরো ভালবাসার স্বপ্নে বিভোর হয়ে আমার ইতিহাস হবার স্বপ্ন লীন হয়ে গেল। মন্দ ছিলনা সে দিনগুলোও ।
এক টুকরো ভালবাসা, স্বাপ্নিক এক খানা ঘর , একফালি চাঁদের হাসি মাখা চারটি বছর ও এখন অতীত। এখন রয়েছি শুধু আমি , আমার ল্যাপটপ, আর আমার ইন্টারনেট।
ভালবাসার স্বপ্নে যখন ছাই পড়ল, তখন আমাকে যে সবচেয়ে বেশি সঙ্গ দিয়েছিল সে আমার ইন্টারনেট। এটিই এখন আমার কাছে রাখালের বাঁশের বাঁশি, শিশুর পরম প্রিয় খেলনার মত।
অনেক আগেই সামু'র নাম শুনেছিলাম। মাঝে মাঝে পড়তামও, কিন্তু এইভাবে ভালবাসতে পারিনি তখন। সে বিয়ে করার পর'ই আমার সামু জগত শুরু। আর এখন সামু আমার আত্মার আত্মীয় হয়ে উঠেছে।
সে যদি আমায় ছেড়ে না যেত, তাহলে হয়ত সামুকে এইভাবে পাওয়া হতনা, ভালবাসাতো দূরের ব্যাপার .।
সব মিলিয়ে বলা যেতে পারে, "তাহার হল সারা, সামুর হল শুরু"
সে, সামু দুজনেই ভাল থাকুক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


