আমি আর ক্লিফ ঠিক করলাম লেটি কে একটা সারপ্রাইজ দেয়া দরকার। লেটিকে খুব গম্ভির হয়ে বললাম তুমি যদি নেক্সট রোববার সকাল ১১ টার ভেতর না আস এখানে তাহলে আর কোনোদিন এসোনা আমাদের বাড়ি। ও ব্যপারটা খুব সিরিয়াসলি নিল কারন আমাদের বাড়ির কাজ টা সে হারাতে চায়না।
আমি আর ক্লিফ অরচার্ড এ গেলাম। আমার মাপের একটা সুন্দর জামা আর ম্যচিং জুতো কিনলাম। সুন্দর করে বক্স করলাম।
গতকাল (রোববার) সকালে লেটি ১০।১৫ তে আমাদের বাড়িতে হাজির। উইক এন্ড বলে আমরা তখনো ঘুম থেকে উঠিনি। লেটির কাছে বাড়ির একাটা চাবি থাকে। ও ঘড়ে ঢুকে কাজ শুরু করতে যাচ্ছিলো।
আমি আর ক্লিফ উঠে গম্ভির গলায় বললাম "লেটি তোমার সাথে আমাদের সিরিয়াস কথা আছে, কাজ পরে করো আগে এসো কথা বলি।"
লেটি তো আরো নার্ভাস! মনে মনে ভাবছে কাজটা তার বুঝি গেল এই বাড়ি থেকে। সে কোন ভাবেই এই বাড়ির কাজটা হারাতে চায় না কারন ও আমাদের খুব পছন্দ করে, আর আমরাও ওকে খুব পছন্দ করি।
এনি ওয়ে। ফাইনালি লেটি বসলো আমাদের সাথে লিভিং রুমে। আমি গিফ্ট বক্সটা নিয়ে এলাম। বললাম "লেটি আজ তুমি কোনো কাজ করবে না। আমি আর ক্লিফ তোমার সব কাজ করে দেব, তুমি আমাদের কাজ তদারকি করবে আর বসে বসে টি ভি দেখবে। আর তার আগে এই বক্সটা খোলো এটা তোমার এক্স-মাস গিফ্ট।"
ও বক্সটা খুলে চিৎকার করে উঠল খুশিতে। আমি ওকে কাপর আর জুতো পরে দেখতে বললাম সাইজ ঠিক আছে কিনা দেখার জন্য।
ও ওগুলো পরে এলো। আমি বললাম "এখন আমি তোমাকে সাজিয়ে দেব দেখার জন্য কেমন লাগে তোমায় সাজলে।" ওকে সাজালাম।
এরপর আমি আর ক্লিফ যা কাজ ছিলো শেষ করলাম। লেটি সব চেক করে দেখলো আবার আমরা ঠিক মতো কাজ গুলো করেছি কিনা। আমাকে কিছু বাকাবকি করলো যা সে সবসময়ই করে হা হা হা, আমার মায়ের মতো সে আমার কাছে।
এরপর লেটিকে বললাম একটু আপেক্ষা করো আমরা আসছি। ক্লিফ আর আমি রেডি হয়ে এসে বললাম আমরা এখন বাইরে যাবো তোমায় নিয়ে। লেটি অবাক হয়ে হাসল।
লেটিকে নিয়ে আমরা ফোর সিজন হোটেল এ গেলাম ব্রান্চ করতে। খুব মজা করে তিনজন খেলাম যেন ৩ বছর না খেয়ে আছি হা হা হা স্পেসালি আমি!!!! উম ক্লিফ বলে আমি ঘোড়ার মতো খাই হা হা। আনেক ছবি তুললাম একসাথে। এখানে আপনাদের সাথে সেয়ার করলাম দিনটা ছবি সহ!!!!! সেয়ার করলাম আমার পরবাস জীবনের একটা দিন হাজব্যন্ড আর মা সম এজনের সাথে কাটানো মুহুর্ত গুলো!!!! এই আমার ঈদ!!!! ঈদমুবারাক সবাইকে!!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




