
হঠাৎ থেমে গেলে আর চলতে ইচ্ছে করেনা,
বলতে ইচ্ছে করেনা কোন কথা।
শব্দের মিছিল থামিয়ে দিয়ে ফের
দিগ্বিদিক শূণ্য, নিস্তব্ধ, অন্ধকার ।
হঠাৎ জমে গেলে আর দেখতে ইচ্ছে করেনা
ডাহুকের করুণ সুর খেই হারানো
পুরাণের কোন গভীর খাদে
তলিয়ে যেতে যেতে
মেঘের মতন ভাসতে ভাসতে
ধুপ করে ভেঙে গেলে খেলাঘর;
আর গড়তে ইচ্ছে করেনা।
ইচ্ছে করেনা অনেক কিছুই
মোমের মতন গলতে থাকা রাত,
ডিপ্রেশনের রোজ কড়া ডোজ,
নিরামিষ মলিন সুখী জীবন,
নিজেকে কিংবা ভুল সময়!
তবুও বাঁচতে হয় -
খানিকটা মায়ায় কিংবা
ভালো থাকার আসক্তিতে হঠাৎ
ভুলে গেলে আর মনে পড়ে না
ফেলে আসা পথ!
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




