রাজ-যুবরাজ দের নিয়া কাব্য-কবিতা, গান, ছড়া এসব হবে। হবেই ..... এ নতুন কিছু না । তবে বিরোধী দলীয় যুবরাজ কে মাঝে মাঝে গদ গদ কাব্যের পরিবর্তে দুই একটা ব্যাকা-তেরা ছড়া কবিতা হজম করা লাগতে পারে, অবশ্য পরেরবার ক্ষমতায় গেলে তা পুষিয়ে দেয়া হবে। এইটা সেই কিসিমেরই একটা (হালকা) তেরছা ছড়া।
এই তারেক মামার প্রতিভা নিয়া কারও মনে কোন সন্দেহ নাই। তার তুলনা কেবল তিনি ই। তবে জয়কেও মাঠে নামানর চেষ্টা চলতাসে, অথবা তিনি নিজের উদ্দোগেই নামতাছেন। পুরা জাতি একটা হাড্ডা-হাড্ডি লড়াই দেখার জন্য মুখাইয়া আছে। তারা কামড়া-কামড়ি করবে । আর এক সময়, বাংলাদেশের মাংশহীন হাড্ডি গুলা সেই চান্দে বইসাও দেখা যাবে।
" বাজার ঘুরে খুজে বলদ পেলাম, তাও এমন খুতো
হাল বাবেনা, দুধ দেবেনা, মারবে কেবল গুতো,
এই বলদে করলো আমার, গোয়ালখানা কালো
অমন গরুর চেয়ে ছিল শূণ্য গোয়াল ভালো "
" প্রচারেঃ দেশ প্রেমিক যুব সমাজ "
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




