ডিভিডি থেকে কপি করা মুভিগুলোর একটা সমস্যা হচ্ছে, রেজুলেশন যাই থাকুক পিসিতে ফুলস্কিন জুড়ে দেখা যায় না। তবে এখন কিছু হাই ডেফিনেশান ডিভিডি পাওয়া যায় যেগুলো ফুলস্ক্রিন জুড়ে দেখা যায় কিন্তু এগুলো সাইজে একটু বেশিই বড় থাকে।কিছু পছন্দের মুভি ডিভিডি থেকে কপি করে ডাউনলোড করা মুভির মত হাই ডেফিনেশানের এক ফাইলে পিসিতে রাখতে চাচ্ছিলাম অনেক দিন ধরে।কয়েকটা ভালো কনভার্টর (যেমন AVC, Xilisoft Video Convertor) দিয়ে ট্রাই করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি শুধু সময় নষ্ট। শেষে ভিডিও এনকোডিং নিয়ে নেটে অনেক ঘাটাঘাটি করে জিনিসটা শিখলাম। ভালো ভিডিও এনকোড করা যায় এমন অনেক ফ্রী কোডাক পাওয়া যায়। আমি আপনাদের দেখাবো কিভাবে H264 কোডাকে ভিডিও এনকোড করতে হয়।
এখানে সবচেয়ে দরকারি কথা যেটা বলে রাখা উচিত্ সেটা হচ্ছে, এটা খুবই কমপ্লিকেটেড প্রসেস, অনেকগুলো সফট্ওয়ার দরকার হবে এবং খুবই টাইম কনজিউমিং, একটা ফুল লেংথ মুভি এনকোড করতে এক ঘন্টার বেশি সময় লেগে যাবে। তারপরও যদি আপনার সমস্যা না থাকে তাহলে বলবো আপনার জন্যই এই পোস্ট। তবে আউটপুটের ব্যাপারে এই নিশ্চয়তা দিতে পারি যে আউটপুট আপনার পছন্দ হবে।
Minimum Quality to accomplish this process: Knowing how to install software and how to unzip archived file.
পুরো কাজটা করতে আপনার মোট পাঁচ-ছয় টা সফট্ওয়ার লাগবে, তবে মজার ব্যপার হচ্ছে সবগুলোই ফ্রীওয়ার। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
1. Avisynth (3.98mb) Link 1 Link 2
2. Haali Media Splitter (1.29mb) Link 1 Link 2
3. FFdshow (4.51mb) Link 1 Link 2
4. Java runtime environment (29.72mb) Link 1 Link 2
5. Microsoft .net framework 2.00 (22.4mb) Link 1 Link 2
6. Join VOB file (218KB) Link 1 Link 2
7. Ripbot264 (37.30mb) Link 1 Link 2
শেষের দুইটা সফট্ওয়ার পোর্টেবল বাকিগুলো ইন্সটল করে নিন। যারা পিসিতে কোনো ধরনের কোডাক ব্যাবহার করেন তাদের একটু বাড়তি কাজ করতে হবে। কোডাক আনইন্স্টল করে তার পর সব সফট ইন্স্টল করতে হবে, দেন আপনার দরকার হলে কোডাক আবার ইন্স্টল করে নিবেন। সফটওয়ারের এত বড় লিস্ট দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাদের কাজ হবে শুধু Ripbot264 এ, অন্য কোনো সফট ওপেনও করতে হবে না।
যেই ডিভিডিটা রিপ করবেন সেটার “.vob” ফাইলগুলো কপি করে আপনার হার্ড ড্রাইভে নিন। এবার “Join VOB File” দিয়ে ফাইল গুলো জোড়া লাগিয়ে নিন। “Ripbot264” এর জিপ ফোল্ডারটিকে আনজিপ করে “Ripbot264.exe” ফাইলে ডাবল ক্লিক করে সফটটি ওপেন করুন। সব সফটওয়ার যদি ঠিকঠাক মত ইনস্টল করে থাকেন তাহলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে।

এখানে Add বাটনে ক্লিক করে সোর্স ফাইলটি সিলেক্ট করে দিন। ফাইল ওপেন হতে কিছুটা সময় নিবে, অডিও ডিমাস্কিং হয়ে ফাইল ওপেন হলে সফটওয়ারটির চেহারা হবে নিচের মত।

এই উইন্ডোতে প্রথম লাইনটা হচ্ছে ভিডিও এবং অডিও'র লোকেশন।

এবার আসি দ্বিতীয় লাইনে। এখানে হচ্ছে অডিও এবং ভিডিও প্রোফাইল।


৩য় লাইনে ভিডিও এবং অডিও'র কিছু ইনফো দেওয়া আছে,

৪র্থ লাইনের প্রথমে আছে মুড।


এই লাইনে Propertise নামে একটা বাটন আছে। এটাতে ক্লিক করলে নিচের মত কিছু অপশন পাওয় যাবে।

Crop অপশনটি Automitacally তে ইউজ করবো এতে ভিডিও তে কালো অংশ থাকে তাহলে ক্রোপ হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে মেনুয়েলিও ক্রোপ করতে পারবেন। Resize অপশনটা না ব্যবহার করাই ভালো কারণ আসপেক্ট রেশিওতে না মিললে ভিডিওতে আবার ব্লাকবার (কালো অংশ) এসে যাবে। এখানে আরকিছু করার নেই, OK দিয়ে বেরিয়ে আসুন।
তারপর ৫ম লাইনটা হচ্ছে আউটপুট ফাইল লোকেশন।


তারপরের অর্থাৎ ৬ষ্ঠ লাইন হচ্ছে সেইভ এজ ফরমেট। আমরা অবশ্যই MKV ফরমেটে সেইভ করবো কারণ এতে কম সাইজে ভালো কোয়ালিটি পাওয়া যায়।
এবার Done বাটনে ক্লিক করে Start এ ক্লিক করলেই এনকোডিং শুরু হয়ে যাবে।
আমি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি:
১. জাভার অফলাইন ইন্সটলারটা ডাউনলোড করে ডাবলক্লিক করে দেখি ইন্স্টল হয় না। পরে বুদ্ধি করে রিনেম করলাম শেষে .exe দিয়ে, কাজ হলো।
২. CQ মুডে mp4 এক্সটেনশনে কিছু ভিডিও এনকোড করেছিলাম, সাইজ অনেক বড় আসে পরে MKV ফরমেটে করলাম তখন সাইজ ঠিকমত আসলো।
৩. কিছু ভিডিও অপেন হয় না, বলে সমস্যা আছে ফাইলে, কিন্তু বুঝলাম না কি সমস্যা, ভিডিও তো চলে। আবার কিছু ফাইলের অডিও পায় না। তবে কোনো VOB ফাইলে এই সমস্যা হয়নি।
English Tutorial
আমার করা একটা বাংলা ভিডিও টিউটোরিয়াল। এখানে ইন্স্টলেশন অংশটা কাভার করা হয়নি।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




