attrib –H –S C:pathtoyourfile.name, এখানে আপনার ফাইলটি পাথ সহকারে দিবেন। একটি ফোল্ডার এর অধীনে অনেকগুলো ফাইল থাকলে ফাইল নেম এ লিখতে হবে *.* তাহলে সব ফাইল একসাথে ঠিক হবে। তবে যদি আপনি একাধিক ফোল্ডার সহ ফাইল এর এট্রিবিউট ঠিক করতে চান তাহলে আপনাকে Attribute Changer সহায়তা নিতে হবে। এটা একটা টুলকিট। এই টুলকিট টা http://tinyurl.com/as-attrib হতে ডাউনলোড করা যাবে। ব্লু -স্কিন এরর এড়ানোর জন্য এই টুলকিট ইন্সটল করার আগে সাথে দেয়া উইন্ডোজ আপডেটটা চালাতে হবে, তারপর টুলকিট ইন্সটল করতে হবে। যে ফাইল বা ফোল্ডারটির এট্রিবিউট ঠিক করতে চান তার উপর মাউস এর রাইট কিল করে Change attributes সিলেক্ট করতে হবে। এবার ফাইল প্রোপারটিজ এবং ফোল্ডার প্রোপারটিজ হতে hidden তুলে দিতে হবে এবং Recurse folders এ টিক দিতে হবে। এবার Apply বাটনে ক্লিক করলেই আপনার কাজ শেষ। আপনার সব ফাইল এবং ফোল্ডার এর hidden অপশন এনাবল হয়ে যাবে এবং নরমাল ভিউ পাওয়া যাবে।
Attribute Changes....
সংকলনঃ http://sobkichu.com
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




