ভাবতেই ভাল লাগছে, অনেক দিন পরে আবার ছুটি পেতে যাচ্ছি…। যান্ত্রিক জীবনের সাথে তাল মিলিয়ে চলতে চলতে অস্থির হয়ে গেলাম। এর মাঝে ছুটি পেলে মনে হয়, তপ্ত রোদ্রের মাঝে হঠাৎ বৃষ্টি পেলাম, যার ছোয়াজ প্রাণ জুড়িয়ে যায়। ঈদের ছুটির কথা ভাবতেই আমার তেমন অনুভূতি হচ্ছে।
তাছাড়া আমার ছোট্ট বাবার (আরেফিন জারিফ) এর প্রথম ঈদ। আমার এই ঈদটা আসলেই খুব অন্যরকম হবে। প্রথমে ঈদ পালন করতাম মা-বাবা ও ভাই-বোনের সাথে, তারপর ভাই-বোনের সাথে, এরপর বউ এর সাথে। আর এখন ঈদ পালন করবো আমার ছোট্ট বাবা ও বউ এর সাথে।
আল্লাহ আমাকে অনেক রহমত দিয়েছেন, তারমাঝে এটা একটা। আমার ছোট্ট বাবার সাথে ঈদ করার আনন্দ দিলেন।
সবাইকে ঈদের অনাবিল আনন্দের শুভেচ্ছা। পরিবার পরিজন নিয়ে ভাল এবং আনন্দের সাথে সবাই ঈদ পালন করুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




