বিকেলের ক্যানভাসে শূন্যতার হলুদ রোদ্দুর।
এ পাড়ে মুঠোফোনে যান্ত্রিক স্বর শোনা যায়।
বিষণ্নতা চায় মেঘ ভাঙা রোদে বার বার,
পানকৌড়ির মত ডুব দিয়ে সব ঝেড়ে ফেলতে।
হঠাৎ ধূপছায়া আকাশ...
সেই নীল গোলাপ, ইণ্দ্রনীল চোখ,
নিঃসঙ্গ জোনাকী আর কিছু টেলিপ্যাথি,
সদ্য নতুন কেনা হ্যান্ডিক্যামে আর বন্দী হতে চায় না।
বার বার খুঁজে ফেরে প্রগৈতিহাসিক রোদের তিমির।
তার পরও ভুঁইফোড় জীবনের পথচলা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





