somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি... ( রুশানের জন্য একটি চিত্রকলা প্রদর্শনী'র প্রয়াস )

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রুশানের কথা সবাই আমরা জানি। যারা রুশান সম্পর্কে এখনও অবগত নন তারা এখানে বিস্তারিত পাবেন।
রুশানকে বাঁচানোর জন্য আমাদের মাঝে আমাদের কয়েকজন ব্লগার এগিয়ে এসেছেন তাদের রঙ, তুলি আর ক্যানভাস নিয়ে। তাদের সাথে যোগ দিয়েছেন দেশবরন্য আরো কয়েকজন শিল্পী। তাই আমরা ব্লগাররা রুশানের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের নিমিত্তে একটি চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছি। আজ সকাল ১০ টায় এই চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

প্রদর্শনীর স্থানঃ জুম গ্যালারী
আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকা।
২৬ মিরপুর রোড, ধানমণ্ডি
ঢাকা-১২০৫, বাংলাদেশ।

প্রদর্শনী কালঃ ২১ ডিসেম্বর ২০১২ হতে ৩ জানুয়ারি ২০১৩ ইং পর্যন্ত।

শুক্রবার ও শনিবারঃ সকাল ৯ টা থেকে ১২ টা আবার বিকেল ৩ টা থেকে রাত ৮ টা।
সোমবার থেকে বৃহস্পতিবারঃ দুপুর ২:৩০ টা থেকে রাত ৯ টা।
রবিবারঃ বন্ধ

তবে এর মাঝের সময়েও গ্যালারি খোলা থাকবে।
আমাদের টিমের কেউ না কেউ এই সময় থাকবে।

শুভ উদ্বোধন করবেনঃ
মাননীয় সংসদ সদস্য সারাহ কবরী।
অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী,
চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

প্রদর্শনীতে যারা অংশগ্রহন করছেনঃ
দেশ বরেণ্য ভাস্কর ও চিত্র শিল্পী হামিদুজ্জামান খান
চিত্র শিল্পী আইভি জামান
চিত্র শিল্পী ফারাহ দিবা জামান
চিত্র শিল্পী নাজমুল আলম
চিত্র শিল্পী সুদীপ্ত শিকদার

রুশান এর জন্য করা প্রদর্শনী এর লাইভ দেখতে পাবেন এখানেঃ

প্রদর্শনীতে দেওয়া পেইন্টিংস এর একাংশ-০১:
প্রদর্শনীতে দেওয়া পেইন্টিংস এর একাংশ-০২:

পত্রিকার লিংকসমুহঃ

প্রদর্শনীর আপডেটঃ
২১-১২-২০১২
সকাল ৯:১৫
সব পেইন্টিংস ঝুলানো হয়ে গেছে।
এই মুহূর্তে আলিয়াসে উপস্থিত আছি আমি, আমিনুর ভাই, জনি ভাই, ফারাহ দিবা আপু, শিপু ভাই, কাল্পনিক ভালোবাসা ভাই, স্বপনবাজ অভি ভাই, কাণ্ডারি অথর্ব ভাই।
সকাল ০৯:৪০
ব্লগার সেলিনা আপু, বাবুরাম সাপুড়ে ভাই, পথের পাঁচ ভাই উপস্থিত হয়েছেন।
সকাল ১০:১৫
মাননীয় সংসদ সদস্য সারাহ কবরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
সকাল ১০:২৪
অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
সকাল ১০:৫৫
অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। স্বাগত বক্তব্য দিচ্ছেন আলিয়াসের ডিরেক্টর।
সকাল ১১:০০
বক্তব্য দিচ্ছেন আমাদের প্রিয় ব্লগার ফারাহ দিবা জামান আপু।
সকাল ১১:০৫
বক্তব্য দিচ্ছেন রুশানের নানী।
সকাল ১১:০৮
বক্তব্য দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য সারাহ কবরী।
সকাল ১১:১০
বক্তব্য দিচ্ছেন অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।
সকাল ১১:১২
ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হচ্ছে।
সকাল ১১:৫৫
স্বপ্নবাজ টীম, ডেল্টা আশফাক, মেহরাব এসে উপস্থিত হয়েছেন।
সকাল ১১:৫০
একটি ছবি বিক্রি হয়েছে ! সংসদ সদস্য সারাহ কবরী এই মাত্র
একটি ছবি কিনেছেন !

দুপুর ১২:১০
আমাদের সাথে থাকার জন্য গাইবান্ধা থেকে যুবায়ের ভাই এবং বরিশাল থেকে ছন্নছাড়া এক্সপ্রেস ভাই আমাদের সাথে যোগ দিচ্ছেন !
দুপুর ০২:১৫
ব্লগার রাফাত ভাই, সাগর ভাই আর ইহতিব আপু, লক্ষ্মীপেঁচা আপু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
প্রদর্শনীর আজকের কিছু ছবিঃ
শুধু তোর জন্য রুশান



অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর সাথে সাংসদ সারাহ কবরী



উদ্বোধনী অনুষ্ঠানে বা থেকে রুশানের নানু , চিত্র শিল্পী ও ব্লগার ফারাহ দিবা জামান,অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, সাংসদ সারাহ কবরী,আলিয়াস ফ্রাঞ্চেস এর ডিরেক্টর,উপস্থাপক



সংসদ সদস্য সারাহ কবরীর সাথে কথা বলছেন আলিয়াস ফ্রাঞ্চেস এর ডিরেক্টর






আজকে প্রথম দিনের মতো সকল কাজের সমাপ্তি হল।

২২-১২-২০১২
সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলেন স্বপনবাজ অভি।
# আর দুপুর থেকে বিকেল পর্যন্ত ছিলেন পথের পাঁচ।
# আমি আর চিরতার রস দুপুরে স্বল্প সময়ের জন্য ছিলাম সেখানে।
সন্ধ্যা ৭:৩৫
#ব্লগার সিয়ন খান এইমাত্র আলিয়াসে গিয়েছেন। আমার সাথে এইমাত্র ফোনে কথা হল।
# বিকেলে প্রথম আলো ব্লগের কোহিনুর ভাই, অসীম দা আর রাসেল ভাই এবং সামুর *কুনোব্যাঙ* ভাই প্রদর্শনীতে গিয়েছিলেন।
# সন্ধ্যায় জনি ভাই গিয়েছিলেন এবং অতিথিদের ভাপা পিঠা আপ্যায়ন করেছিলেন।

২৩-১২-২০১২
আজ আলিয়াস বন্ধ। সাপ্তাহিক ছুটি।

২৪-১২-২০১২
# সকালে আমি একা ছিলাম।
# দুপুরে আমার সাথে পথের পাঁচ এসে যোগ দেয়।
# এর কিছু পর রাফাত ভাই, ডেলটা আশফাক এবং ফেবুর স্বপ্নবাজ টীম এর কয়েকজন আসে।
# বিকেলে ব্লগার সাগর ভাই, দুঃখিত, আর প্রথম আলোর দুজন ব্লগার আসেন।
# সন্ধ্যায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এর রিপোর্টার আসেন। আগামী কাল ইন্ডিপেন্ডন্ট টিভিতে ৩ বার রুশানে নিউজটা প্রচার করবে বিভিন্ন সময়ে। এর মাঝে রাত ১০.৩০ টা কনফার্ম হওয়া গেছে সেটা কনফার্ম আর ২ বার সকাল থেকে রাত পর্যন্ত যে কোন ২ টি সময়ে প্রচারিত হবে।
# এরপর জাদিদ ভাই, স্বপনবাজ অভি ভাই, কাণ্ডারি অথর্ব ভাই, জনি ভাই, মাসুম ভাই, বাবু ভাই, অনীনদিতা, আমিনুর ভাই এবং আরও অনেকে এসে উপস্থিত হন।

২৫-১২-২০১২
বড় দিনের বন্ধ।

২৬-১২-২০১২
# আজ এই পর্যন্ত সর্বাধিক ব্লগারদের মিটিং হয় রুশান বিষয়ক।
যারা উপস্থিত ছিলেন-
# প্রথম আলো ব্লগের নীল সাধু ভাই এবং আরও দুজন।
# সামুর কাল্পনিক ভালোবাসা ভাই, শিপু ভাই, অ্যাপেলো ৯০, সাগর ভাই, অভি ভাই, আলমাস ভাই, কাণ্ডারি অথর্ব ভাই, জনি ভাই, ইহতিব আপু, আমিনুর ভাই, কাকপাখি ভাই, সঞ্জয় ভাই, মাসুম ভাই চাঁটকিয়াং রুমান ভাই এবং আরও অনেকে আর আমি একজন আরমান।
(সবার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনাদের যাদের মনে আছে তারা দয়া করে নামগুলো কমেন্টে দিয়ে দিন আমি অ্যাড করে দিচ্ছি।

যে বিষয়ে আলোচনা হল তার মধ্যে যে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে তা হল রুশানের সাহায্যারথে বনানীতে একটি কনসার্ট এর আয়োজন করা।

২৭-১২-২০১২
আজ উপস্থিত ছিলেন কাল্পনিক ভালোবাসা ভাই, অভি ভাই, কাণ্ডারি অথর্ব ভাই, জনি ভাই, আমিনুর ভাই, চাঁটকিয়াং রুমান ভাই তরুন সৈনিক ভাই আর আমি একজন আরমান।

২৮-১২-২০১২
আজ উপস্থিত ছিলেন কাল্পনিক ভালোবাসা ভাই, অভি ভাই, কাণ্ডারি অথর্ব ভাই, জনি ভাই, শিপু ভাই, আমিনুর ভাই, তামিম ভাই, রাফাত ভাই, অ্যাপেলো ৯০, সেলিনা আপু, ডেলটা আসফাক আর আমি একজন আরমান।
আজ কনসার্ট বিষয়ে আলোচনা হয়।

২৯-১২-২০১২
আজ উপস্থিত ছিলেন সাগর ভাই, কাণ্ডারি অথর্ব ভাই, জনি ভাই, আমিনুর ভাই আর একজন আরমান।
# সালমা সুলতানা এবং ফারজানা আজকে অলিয়েস ফ্রসেজে এসে তাদের কালেকশনকৃত ৮,৮৫৫/- টাকা দিয়ে গেছেন রুশানের জন্য।

৩০-১২-২০১২
রাত ১২:১০
রাফাত ভাইয়ের সাথে মাত্র রুশানের নানির কথা হলো, রুশান মারাত্বক অসুস্থ্য হয়ে পরেছে। সবাই দোয়া করবেন ওর জন্য। :(
রাত ০১:০৪
রুশান এখন একটু সুস্থ।
আজ আলিয়াস বন্ধ। সাপ্তাহিক ছুটি।

৩১-১২-২০১২

০১-০১-২০১৩
গতকাল েণবুলা েমােশর্দ ভাই রুশানদের নিয়ে পাসপোর্ট অফিসে গিয়েছিলেন।ওখানে ঘুষ খাওয়ার জন্য প্রথমেই পুরনকৃত আবেদন পত্রে ভুল ধরে তা সেটা যে ভাবেই হোক না কেন।
কিন্তু তিনি ওখানকার একজন পুলিশ সদস্যকে রুশানের ব্যাপারটি খুলে বলাতে সেই ভদ্রলোক সাথে সাথে প্রধান অফিসের ভিতরে তাদের নিয়ে যায়।
সেখানকার যে প্রধান পাসপোর্ট কর্মকর্তা সে সব কথা শুনে সাথে সাথে ওখানকার সবাইকে বলে এদের যাবতিয় কাজ আজকের মধ্যে করে দেও।
আর এই কথা বলার একঘন্টার মধ্যে ওদের ছবি তোলা সহ সব কাজ সম্পন্ন হয়ে যায়।

০৩-০১-২০১৩
প্রদর্শনী শেষ হয়।
---------------------------------
রুশানের ভারত যাবার ভিসা প্রসেসিং এর কাজ ১৫/১৬ তারিখের মধ্যে হয়ে যাবে আশা করা যাচ্ছে।
পাসপোর্ট হয়ে গেছে। আগামি মাসের প্রথম সপ্তাহেই আশা করা যাচ্ছে রুশানকে নিয়ে ভারত যাওয়া যাবে।

২৮/০১/২০১৩

রুশানকে ভারত পাঠানোর জন্য ভিসা প্রসেসিং চলছে।
আগামি মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই ওকে ভারত নিয়ে যাওয়া হবে।

সব টাকা ম্যানেজ হয়নি এখনও।
আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে যা নির্বাহের মাধ্যমে বাকি টাকা সংগ্রহের চেষ্টা করা হবে।
ওইগুলো কনফার্ম হলে স্টিকি পোস্ট আসবে।

০২/০২/২০১৩
সর্বশেষ আপডেটঃ
Click This Link

১৯/০২/২০১৩
এই মাসের শেষের দিকে ভারত এর স্কট হসপিটাল এ রুশান এর চিকিৎসার জন্য এপোয়েন্টমেন্ট নেয়া হয়েছে ......

পোষ্ট আপডেট হবে ...
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৮
২৩৬টি মন্তব্য ২৩৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। গানডুদের গল্প

লিখেছেন শাহ আজিজ, ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৮




তীব্র দাবদাহের কারণে দুবছর আগে আকাশে ড্রোন পাঠিয়ে চীন কৃত্রিম বৃষ্টি নামিয়েছিলো। চীনের খরা কবলিত শিচুয়ান প্রদেশে এই বৃষ্টিপাত চলেছিলো টানা ৪ ঘন্টাব্যাপী। চীনে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়া সেবারই প্রথম... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

×