আপনাদের কোন সাজেশন থাকলে যানাবেন। আমরা ১৫-২০জন বন্ধু দু মাস বাদে চার দিন পাঁচ রাতের টুর প্লানিং করছি।
ট্যুর প্লান:
----------
**.১০.১১--বুধবার রাত
রাতের গাড়িতে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা(১ম রাত)
**.১০.১১ (১ম দিন)—বৃহস্পতিবার সারাদিন
সকালে বান্দরবান পৌঁছে:
০৯:০০ সকালের নাস্তা
১০:৩০ বোমাং রাজবাড়ী
১১:০০ মেঘলা পর্যটন কেন্দ্র/নীলাচল
০১:৩০ বিশ্রাম ও লাঞ্চ
০৩:৩০ স্বর্ণ মন্দির
০৯:০০ ডিনার
১১:০০ ঘুমানোর প্রস্ততি (১ম রাত)—হোটেল ফোর স্টার
**.১০.১১ (২য় দিন)—শুক্রবার সারাদিন
০৮:০০ সকালের নাস্তা
০৯:০০ জীপ/বাসে করে নীলগিরির পথে
১২:৩০ মিলনছড়ি / শৈলপ্রপাত/“শঙ্খ” নদী/ চিম্বুক পাহাড় /নীলগিরি
০১:০০ নীল গিরিতে লাঞ্চ
০২:০০ রুমা বাস স্ট্যান্ডে/কাইক্ষ্যংঝিরি/সাঙ্গু নদী/রুমা বাজার
১০:০০ রুমা বাজার ডিনার
১১:০০ রাতের খাবার (২য় রাত)--হোটেল হিলটন
**.১০.১১ (৩য় দিন)—শনিবার সারাদিন
০৮:০০ সকালের নাস্তা
০৯:০০ ঝিরিপথ /বগা লেক
০১:০০ দুপুরের খাবার
০৫:০০-১০:০০ চা-জল, সূর্যাস্ত, আড্ডা, ছবি তোলা।
১১:০০ রাতের খাবার (১ম রাত)-- সিয়াম দিদি অথবা লারামা রেস্ট হাউজে
**.১০.১১ (৪য় দিন)—রবিবার সারাদিন
০৮:০০ সকালের নাস্তা
০৯.০০ চিংড়ি ঝড়না/কেওকারাডং
০১:০০ দুপুরের খাবার
০৯:০০ ডিনার
১১:০০ রাতের বাসে করে ঢাকার উদ্দর্শে যাত্রা
কিছু প্রশ্ন
----------------------------------------
০১. কত জনের একটি ইউনিট হলে আমাদের ভ্রমণ খরচ কমে আসবে( হোটেল/চাদের গাড়ি)?
০২. ভ্রমণ সময় হিসাবে অক্টোবার কেমন হবে?
০৩. আমাদের সাথে নারী সদস্য আছেন কয়েক জন রামু কিংবা কিউকারাডাং কি খুব বিপদজনক হবে?
০৪. খাবার ও থাকা বাবদ খরচ মাথাপিছু কেমন হতে পারে?
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



