০২. আমাদের ক্লাসে এক মেয়ে খুব বোরকা পরে আসে। একদিন একজন স্যার ক্লাসে তাকে চরম অপমান করলেন সবার সামনে।"যে জিনিশ পরে তার মর্জাদা রাখতে পারেন নাহ তা কেন পড়েন। মানলে পুরটাই মানবেন অর্ধেক মানার দরকার নাই। কেবল বোর্খাই আপনাকে বেহেস্তে নিয়ে যাবে নাহ"। মেয়েটা ক্লাসের মাঝে এক ছেলের বগলে হাত গুজে বসে ছিলো।
০৩. আপনারা পারেন নিজেদের সার্থের কথা চিন্তা করে নতুন নতুন ফতোয়া বাজি করতে। "শ্রমিকদের রোজা রাখার কারনে সৌদিআরবের প্রডাকশন কমে যেতে পারে বা গেছে বলে সরকার এক চরম ফতয়া দিয়ে দিলেন। উনাদের সব রোজা না রখলেও চলবে কেবল দেশের জন্য শ্রমদিয়ে তারা একি সোয়াব অর্জন করে নিতে পারেন।
০৪. আল্লাহ জদি পুরুষদের ভোগ বিলাসের জন্য নারীদের তৈরি করতেন তাহলে "সকল মানব জাতি কে আশরাফুলে মাখলুকাত না বলে পুরূষদের কথাই কেবল উল্লেখ করতেন"
০৫. গরিবদের সাহায্য করার কথা বললেন হাসবো না কাদবো বলেন। গরীব না থাকলে সৌদি ষেট রা আমোদ প্রমদ ফুরতি করবে কাদের নিয়ে। গেলমান বুঝেন, হোম সেক্সুয়ালিজম যদি পশ্চিমা বিশ্বের আবিষ্কার হয় তাহলে গেলমান সৌদি দের আবিষ্কার যারা কিশোর বাচ্চাদের নিয়ে যৌন চাহিদা পুরন করেন।
০৬. পরিশেষে বলতে চাই একটা ভিডিয় ফুটেজের কথা। যেখানে দেখা যাবে মাদ্রাসার এক শিক্ষক বাচ্চা মেয়ের উপর ঝাপিয়ে পরেছে। আপনি পাশের ঘর থেকে আসা অনেক বাচ্চার সমস্বরে কোরআন তেলোয়াতের আওয়াজ পাবেন পুর ভিডিও জুড়েই। শিক্ষক আবার তা মোবাইলে রেকড ও করেছে, বেচারার পর্নস্টার হওয়ার খুব সক হয়েছিলো নীল ছবি দেখতে দেখতে। "Bangladeshi molla in noakhali" লিখে Google করেন পেয়ে যাবেন।
আলখাল্লা পরিয়ে সব কিছুর সমাধান করতে যাবেন নাহ। সৌদিয়ানরা আলখাল্লা পরেও সুখে নাই। প্রতি জুমাবারে মসজিদের সামনে শ'খানেক চোখ, হাত কিংবা ধর উপরে ফেলা হয় পরকীয়া আর প্রেম সংক্রান্ত কারনে। ভৌগলিক কারনে বলেন আর ইসলামি করনেই বলেন তারা সবাই অনেক বড় বড় আলখাল্লাহ জড়িয়ে ছিলো। এ সকল কিছুর সমাধান যদি আলখাল্লাই হবে আল্লাহ আমাদের উলংগ জন্ম না দিয়ে কাপড় পড়িয়েই দিতেন।
মানসিকতাই বড় জিনিষ পুরুষ হলেই আগা হতে মাথা পর্যন্ত দেখে রাস্তায় দারিয়ে মন্তব্য করবেন আর মেয়ে দের আলখাল্লাহ জড়িয়ে রাখবেন তা কেমন কথা। আপনার পাপের শাস্তি আর এক জন কে দিয়ে ভোগ করাবেন কেন?
নিজেদের পাপের শুদ্ধ ব্যাখ্যা দেবার জন্য কোরান হাদিস টেনে আইনেন নাহ। কাবা ঘরের পাথর যেমন আপনাদের পাপে কালো হয়ে গেছে একদিন দেখবেন এই মহা গ্রন্ধের লিখাও সাদা কাগজে মিলিয়ে যাবে।
এই পোস্টটি কোন ব্যাক্তি কিংবা গোষ্ঠী কে ছোট কিংবা হেয় করার জন্য নর।"আগামি ৫ মিনিট এই পোস্ট আমাদের আপুদের স্তব্ধ করে দেবে !" শীর্ষক পোস্ট পড়ার পর আমার কিছু উপব্ধি মাত্র।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



