ট্যাক্সি ক্যাব চালক মোহাম্মদ আলীর ঢাকা শহরের যানজট রোধের প্রস্তাবনা বাস্তবায়নের জন্য যোগাযোগ মন্ত্রণালয় নীতিগত সিদ্দান্ত নিয়েছে—আজ রাত ৯টার একুশে টিভির খবরে শুনলাম। খু....ব...ই ভালো লাগল।
এককথায় তার প্রস্তাবনা হলো কয়েকটি রাস্তার মোড়ে গাড়ীগুলো ডানদিকে মোড় নিতে পারবে না; সব গাড়ী আড়াআড়ি চলবে। ইউ টার্ন অথবা ডানে যারা মোড় নিতে চাবে তাদের দূরে কোন এক নির্দিষ্ট স্হানে গিয়ে তা করতে হবে।
A report on the solution provided by taxicab driver Mohammad Ali for Dhaka traffic jam is also published in the daily Financial Express.
এ ব্যাপারে একুশে টিভির আগের দুটি রিপোর্ট দেখা যাবে ইউটিউবে এই লিংকে:
১ম
2nd report
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




