অতীতের হাতে সমর্পিত সুখানুভূতি
ভালোমানুষির অধবাস্তব খেলার
স্বপ্নীল আবেগী পরিকল্পিত দহন
অতীত তাই নিষ্কৃতি দাও আমায়।
অতীতের হাতে লুকায়িত প্রেমানুভূতি
ঝাপসা অবয়ব স্বাপ্নিক অলীকতার
সোনালী নৃশংতার তীব্র লেহন
অতীত তাই নিষ্কৃতি দাও আমায়।
অতীতের কাছে অবাঞ্চিত উষ্ঞতাপ্রেমী
কিশোর প্রেমের অস্তায়মান বেলায়
তীক্তধর্মী বিশ্বাসীর গঠন
অতীত তাই নিষ্কৃতি দাও আমায়।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




