হৃদয়ের নাব্যতা নেই, ধৈর্যের বাঁধ বুঝি ভাঙছে আজ
বাস্তবতার নদী পেটে বুঝি আটকে যাবে জীবন জাহাজ,
ধৈর্য্যের কি পরিমাপ হয়, মাপা যায় কি হৃদয়ের নাব্যতা?
বুঝিনা, এগোবো না পেছাবো? নাকি বধির হব আর সব বৃক্ষের মত?
হৃদয়ের খানা খন্দর ভরাট হয় না কখনই
সেও জেনেছে সবাই একটু একটু করে
মনের আগাছা গোপন থাকে না চিরকাল
জীবন জাহাজ বাধবেই নদী চরায়
দস্যুসম ডুবোচরই জয়ী হবে, হবে আগাছার আধিপত্য।
এখন বুঝি, সব টান ক্রমেই শূণ্য হচ্ছে
মায়াময় দুটি চোখ, কাঁজল নষ্ট করা দু'ফোটা অশ্রু,
শিউলি ফুলে বেছানো পেলব আঙ্গিনা, সেই নিভৃত স্পর্শ,
স্নেহময় দুটি হাত, কিছু্ই হাতছানি দেয় না আর ।
তাই তো বলি ধৈর্য্যের বাঁধ আজ ক্রমেই ভঙ্গুর
মনে হয়, গোধুলির মত আবছা হচ্ছে সব
দূর থেকে ভেসে আসছে অস্পষ্ট সংলাপ
সন্ধ্যা নেমে আসছে আমার অস্তিত্বে
অন্ধকারে হাতড়ে বের হচেছ তোমার ভুল অনুবাদ।
বুঝি হৃদয় আর আগের মত স্বাভাবিক নেই,
তার চোখে বলি রেখা, চামড়ায় কুঞ্চণ,
দুঃসময় ঘোরতর দুঃসময় এখন।
দেখি আজ আমার বিকল্পে মঙ্গল আসে কিনা?
হৃদয়কে সান্ত্বনা দেই, ধৈয্যের আকাশের দু'ফোটা
তারা নিয়ে সন্তুষ্ট থেকো চিরকাল ।
মূহুর্তের জন্য আবার থমকে যাই, ভাবি এত মায়া বুঝি
আজ আর আমার সাজে না।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




