জি হ্যাঁ ঠিকই শুনেছেন, অপুর্ব সুন্দর আস্ত একটা দ্বীপ ভর করেছে সুবিশাল ইয়টের উপর। যুক্তরাজ্যের এক বিখ্যাত ইউট ডিজাইনার অত্যাধুনিক প্রযুক্তিতে এই আইল্যান্ড ইউট এর ডিজাইন করেছেন, আস্ত বিলাসবহুল আইল্যান্ড ইউটে তুলে এনে। এক আরব শেখ এর জন্যে নির্মিত হয়েছে এই সৌন্দয্য।
আসুন দেখে শান্তি নেই ...........
.
.
.
গ্রীষ্মমন্ডলীয় আবহ ফুটিয়ে তোলা হয়েছে এই প্রমোদতরীতে ছোট ছোট কুড়েঘর দিয়ে; আস্ত এক আগ্নেয়গিরি রয়েছে ইয়টটিতে তবে সেটা লাভার পরিবর্তে শীতল পানির ধারা নিক্ষেপ করে এবং সেটা নদীর আকারে একেঁ বেঁকে ইয়টের সম্মুখভাগে চমৎকার একটা পুকুর তৈরি করেছে।
প্রমোদতরী হিসাবে এখানে রয়েছে স্পেশাল ভিআইপি স্যুইট, পাঠাগার, ব্যয়ামাগার, খেলার জায়গা, সিনেমাহল, ব্যক্তিগত স্পা এবং ছোট একটা হেলিপ্যাড।
ইউটের পিছনে রয়েছে বধির্ত ডেকে রয়েছে এক ভাসমান বীচ যেখানে সাতাঁরসহ বিভিন্ন পানি উপযোগী শৈলীর সুযোগ রয়েছে যেমন বোটিং, জেটস্কি, ডাইভিং, সানবাথসহ আরও অসংখ্য বিনোদন।
সম্পুর্ন প্রজেক্টাই অত্যাধুনিক প্রযুক্তি নিভর্র এবং বাস্তবরুপ যেকোন কল্পনাকে হার মানাতে সক্ষম।
শেষকথা টাকায় কিনা হয় ....
(নেট হতে সংগ্রহ)
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




