অনশন
আজ এ পৃথিবীতে অশুভ কিছু ঘটেনি;
আসেনি কোন অশনি সংকেত
কেউ ডাক দিয়ে বলেনি
"তোরা আজ যাসনে ঘরের বাহিরে"
তবুও আজ আমি দ্রোহী
কোথাও শুনিনি কোন সাইরেন;
কিংবা হুটোপুটি মানুষের
কোন কোলাহল মুখর হয় নি
আর্তচিৎকার আর গোলাবারূদের শব্দে
শুধু পিনপতন নিরবতা
তবু আজ আমি দ্রোহী হব।
নেই সামরিক জান্তার ১৪৪
কোন পুলিশ কিংবা যমদূত
রূখে দিতে আমার কণ্ঠস্বর, কলম;
নেই মিছিলের ঝংকার, রাইফেলের ঠাঁঠাঁ
তবু আমি দ্রোহী হব
অনশন করব...
এ ঠোঁটে ছোয়াব না এক ফোটা জল;
ধুয়ে যেতে পারে তোমার ঠোটের মধুর পেলবতা |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




