নারী
পূর্ণতায় মুগ্ধতায় স্থিরতায় জীবনে
ভিন্ন ভাবে আসীন ক্ষনে ক্ষনে
হতাশা বিষাদ আশ্রয় বন্ধু বেশে
মায়ের মমতায় ভগ্নি হয়ে আসে
প্রেমিকা রুপে জীবনের পুর্ণতায়
কন্যা জায়া মায়ের শাসন মমতায়
রমনী
হাজির হয় হাজার ও ভূমিকায়
হাজিরা দেয় হাজারও জীবিকায়
রাখতে তোমার দেবতারে খুশি
কৈশোর, যৌবন জীবন সেবাদাসী
মমতাময়ীর দক্ষ হাতে সেবিকা
রাখতে শুদ্ধ মোরে রুপ গনিকা
ললনা
তাকে দেখো হাজার ও বর্ণনায়
তাকে গোনো সংখ্যার গননায়
ভাবনায় তোমার সে স্বর্গবাসী
কল্পনা করো হাজারো উর্বশী
ভাবছ কখন কোথায় কতদূর
ফেরদাউসে বাস বাহাত্তর হুর
নারী
আকো নিজের উর্বর কল্পনায়
গাও তারে সংগীতের মূর্ছনায়
বেনী দোলানো চঞ্চল কিশোরী
রুপকথায় কোহেকাফের পরী
মনের বিক্রিয়া দেবী আফ্রোদিতি
পদ্মের পর বীনা হাতে স্বরস্বতী
রমনী
ধর তারে গায়ের রঙে, গন্ধে বর্ণে
ভাগ কর তারে উচ্চতা ওজনে
গানে গানে আকো শ্যামবালিকা
অপূর্ণতায় ডাকো তারে নাবালিকা
পূর্ণতায় সম্বোধন কর সাবালিকা
কৃষ্ণ রুপে ঈশ্বর প্রেমে সে রাধিকা
ললনা
অর্ঘ্য দাও, করে তারে দেবী
ফুলে অলংকারে সাজাও ছবি
দিন শেষে মেষবালকের ফেরা
সে আশ্রয় যেথা পার হয়ে হেরা
ধ্যানমগ্ন যুবকের আধার খাদিজা
দূর্গা দুর্গতিনাশিনী তুমি দশভূজা
৫ ফাল্গুন ১৪২৯
১৮ ফেব্রুয়ারি ২৩ খ্রিঃ
মেহেন্দীগঞ্জ, বরিশাল
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




