স্বল্পভাষী হিসেবে আমার বেশ দুর্নাম আছে।
প্রয়োজন ছাড়া কথা বলিই না একদম, বরাবরই নিজেকে খোলসে আটকে রাখি।
লোকে যাকে অন্তর্মুখী স্বভাবের বলে।
হ্যা, আমি ঐ টা ই।
তদুপরি, ব্যক্তিগত জীবনে বেশ সমস্যায় আছি।
স্বভাবতই, প্রায়শই চুপচাপ থাকা হয়, প্রায়সময়ই মনমরা হয়ে থাকি।
মুখে হাসি দেখা যাত কদাচিৎ।
আমার ৩ বছর বয়সের কন্যার চোখ সেটা এড়ায় না;
সে ঠিকই বুঝতে পারে আমাকে।
আজ কথা হচ্ছিল এক সহকর্মীর সাথে, ফোনে।
তাকে বলছিলাম, ফোন নষ্ট হওয়ায় বিপদে আছি, কারোর নম্বর চিনতে পারিনা।
গত সপ্তাহে এমনটা বলেছি বলে সে অনুযোগ জানাল।
বললাম, বিভাগের সকলে চাদা তুলে ফোন গিফট করছেন না কেন!
এটা ভারী অন্যায়।
সে মজাচ্ছলেই বলল, "ঘুষ খান!"
কথাটায় খুব মজা পেয়ে জোরে অট্টহাসি দিলাম।
পাশে থাকা কন্যে তার মাকে বলছে, "মাম্মি দেখ, বাবা হাসে।"
জানিনা, সর্বশেষ কবে এতটা ভালো লাগা কাজ করেছে, এতটা পূর্ণতা জীবনে পেয়েছি।
তারা না থাকলে কবে যে বিদায় জানাতাম।
(পুনশ্চঃ আমি ও আমার উক্ত সহকর্মী শতভাগ ঘুষ ও দুর্নীতি মুক্ত, আমাদের অফিস ও)
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




