খুব রাত্তিরে,
আহার শেষে, এক প্রস্থ শ্রান্ত শরীর
বিছানায় ছুড়ে ফেলেছ, কারো অপেক্ষায় না
খানিক সময় বাদ, প্রিয়তমা ডান পাশে
মাথা বুকে বুলাচ্ছে পালক সদৃশ আঙুল
পুত্র কন্যারা বুকের উপর খাচ্ছে হূটোপুটি
এই বুঝি সংসার!
দিনের ক্লান্তি শেষে,
বালিশে আশ্রয়, এলিয়ে শরীর
হাতে মুঠোফোন, ভাবছ ডোপামিন ডিটক্স
বেগম আমার, বুকের বা পাশে
কচ্ছে কথা ফুসুর ফাসুর মৃদু সরে
বাচ্চারা সব পিঠের উপর লম্ফ ঝম্প
এই বুঝি স্বর্গ!
খুব রাত্তিরে,
ওমে ভরা বিছানা, বিছায়ে শরীর
ভাবছি যা তা, সামাজিক মাধ্যম
সোহাগী মোর, এক পশলা আদর
গুনগুনিয়ে গাচ্ছে গান, ভালোবাসি
বাচ্চারা সব, ভালোবাসি বাবাকে
না না, ভালোবাসি মাম্মিকে
জীবন!
খুব রাত্তিরে,
সব পিছু ফেলে, রেখে মস্তক
কোলে তার, বুকের ঘ্রানে আর ওমে
মৌন ভালোবাসা, কথা হয়, না বলে
সোনামনিরা সব বুকে কাধে
গানের তালে ঝড় তোলে আনন্দের
সংসার!
খুব রাত্তিরে,
তার বুকেতে, মাথা রেখে
ঘুম আসে স্বর্গ হতে, নয়ন জুড়ে
আমার তোমার, আমাদের
সোনামনিদের, শুয়ে এলোমেলো
বুকে, আমাদের মাঝে
আশ্রয় এক, সংসার।
১৫ ফাগুন ১৪২৯
২৮ ফেব্রুয়ারি ২০২৩
রাত ১২.০৭
মেহেন্দীগঞ্জ, বরিশাল
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




