এইটা জনপ্রিয় একটি উক্তি।
খেয়াল কইরা দেখবেন, "টাকা ই সবকিছু না" এই কথাটা বলে সাধারণত টাকাওয়ালারা ই।
এইটার দুইটা দিক আছে, তার এত টাকা হইছে, আর টাকা লাগবে না, এই টা আসলে মিথ্যাবাদিতা, যদি আর না ই লাগত, সে থাইমা যাইত, বাট সে থামে না।
সে তার নিজের প্রত্যাশারে ছাপাইয়া গেছে।
সে নিযে টাকাপয়সার মালিক হইয়া এই কথা কচ্ছে তার আশেপাশের সেই সকল মানুষকে, যারা টাকার পিছনে দৌড়াচ্ছে, সে ভয়ে আছে, তারা না আবার তারে ধইরা ফেলে।
আর যেসকল দরিদ্র্যরা বলে, তারা মূলত তোতাপাখি, শুনতে ও বলতে স্মার্ট লাগে, তাই সে ও অনুকরণ করে, আর হ্যা এই অনুকরনে খানিকটা তোষামোদির ব্যাপার আছে।
তোষামোদিরে খারাপ চোখে দেখি না, সে আলাপ আরেকদিন।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



