সকালে উঠিয়া আমি মনে মনে বলি;
সারাদিন আমি যেন বই নিয়ে চলি।
প্রফের পড়া শুরু করিব যে আজ;
বই-খাতা ছাড়া আর করিব না কাজ।
সকাল গড়িয়ে যেই দুপুর আসে,
এলেবেলে চিন্তা মাথায় যে ভাসে।
দুপুরের পরে আসে বিকেল বেলা,
ছোটদের মত আমি করি খেলাধূলা।
সাঝেঁর বেলা ভাবি পড়িব এবার,
টিভি দেখে সন্ধ্যাটা করি আমি পার।
রাত হলে খেয়ে দেয়ে তুলে রেখে বই,
বিছানায় শুয়ে বলি,”কাল হতে পড়িব নিশ্চয়ই”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





