আমি দেখেছি কি করে স্বপ্ন ভঙ্গ হয়;
আমি দেখেছি মুক্ত গাঙচিল বসে কাঁপে থর-থর
যেন স্বপ্ন হারানোর ভয়।
আমি দেখেছি তিলে তিলে গড়া স্বপ্ন হতে নিমেষেই ধ্বংসস্তূপ
আমি দেখেছি সেদিনের ওয়েসিস আজ ভীষণ মৃত্যুকূপ।
আমি দেখেছি কি করে স্বপ্ন ভঙ্গ হয়;
আমি দেখেছি কি করে অক্ষয় বিশ্বাস নিমেষেই হয় ক্ষয়।
আমি দেখেছি কি করে স্বপ্নের নদী বয়ে চলে নিরবধি;
আবার দেখেছি নতুনের আগমনে পুরনোর সমাধি।
তাই আজ বেলা শেষে আমি এক কাপুরুষ স্বপ্নচারী;
আমারি গড়া গোলকধাঁধায় বৃথাই ঘুরিয়া মরি।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১১ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





