বহুদিন হল কবিতা লিখি না আর,
বাস্তবতার শেকলে বাঁধা, নির্মমতার ইট দিয়ে গাঁথা;
একঘেয়ে বড় যান্ত্রিক আজি জীবন নামের গাড়ি,
চোখ বুজতেই ঘুম নেমে আসে স্বপ্ন নিয়েছে আড়ি।
তাই বহুদিন হল স্বপ্ন দেখি না আর।
বহুদিন গেল কবিতা হয় না লেখা,
দূরের আকাশে চাঁদ উঠে নামে, ভ্রান্ত কবি দিক ভুলে থামে,
কোথায় যেন হারিয়েছে তার ছন্দ গড়ার গুন;
বাস্তবতার গদ্যের হাতে কবিতা হয়েছে খুন।
তাই বহুদিন হল কবিতা হয় না লেখা।
কতদিন হাঁটিনি শিশির ভেজা মাঠে,
ধুলো-বালির এই ধোঁকার শহরে, কাঠফাটা রোঁদে গাড়ির বহরে,
অশ্রু আমার ঝরবার আগে ধুলোতেই মিশে যায়;
ভেজা ঘাসের ভালবাসা আজি কোথায় হারালও হায়।
কতদিন হাঁটিনি শিশির ভেজা মাঠে, কতদিন দেখিনি তোমার কোমল হাসি;
কতদিন হাত রাখিনি তোমার হাতে, বলিনি প্রিয়া তোমায় ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





