রক্তিম কোন বাস্তবতাকে,
ইচ্ছে করেও উপেক্ষা করা যায় না ।
কষ্টের শেষ সীমানায়, পৌছানোর পরও
অপেক্ষা করতে হয় নতুন সব কষ্টের জন্যে।
বিষের বিন্দু বিন্দুতে যে শরীর আজ বিষময়,
তাতে নতুন করে কি যন্ত্রনা দেবে তুমি ?
হে ঈশ্বর !
আমারও যে একটু বাঁচতে ইচ্ছে করে
তুমি কি তা বোঝ না ?
আমি একটা করুণার পাত্র ।
তবে তোমার অন্যান্য পাত্রগুলো থেকে
এটা বোধ করি ... একটু বেশি বড় ।
তুমি তোমার করুণা ঢেলেই যাচ্ছ,
ঢেলেই যাচ্ছ ।
এ পাত্র যে ভরার নয়-
তাই যতক্ষণ না তোমার ধৈর্য্যের বাধ ভাঙ্গবে
আমাকে সেই পর্যন্ত অপেক্ষা করতেই হবে
মৃত্যুর জন্য ।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




