১। চেতনাধারী রাজাকারের নাতির কয়েক কোটি শাহবাগী তরুন প্রজন্ম এবং অনলাইন এক্টিভিষ্টদের ভোট গেল কই?
২। শাহ্রিয়ার কবির, মুনতাছির মামুনের মতো সুশীল গংদের হাজার হাজার অনুসারীর ভোট গেল কই?
৩। ধর্মান্ধ হেফাজতের নাম বিক্রি কয়েকটা ভন্ডকে হেফাজত কর্মী সাজিয়ে নির্বাচনী প্রচারণা করার সময় চেতনা কোথায় ছিল?
৪। এত গুলা দলীয় মিডিয়ার দালালীর পরও নির্বাচনের এই ফলাফল কি প্রমান করলো? মানুষ এখন এই সব দালাল মিডিয়ার নিউজ বিশ্বাস করে নাকি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়া বের করে দেয়?
৫। মুক্তিযুদ্ধের একমাত্র ইজারাদারদের সরাসরি লাল কার্ড দেখিয়ে জনগন কি প্রমান করলো?? দেশে মুক্তিযোদ্ধার চাইতে রাজাকারের আর স্বাধীনতা বিরোধীদের সংখ্যা বেশি??
৬। ইনু, মেননের মতো কমিউনিষ্টদের কোটি কোটি সমর্থকেদের ভোট গেল কই?
আশকরি হাম্বা সম্রদায়ের কোন প্রানী এসে এই প্রশ্নগুলার উত্তর দিয়ে যাবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



