মডারেশ্যন যদি আপনার কাম হয় তাইলে ব্লগ লেখা বন্ধ করেন- এই কথাডা বুঝাইতেই পারলাম না। অবজেকটিভিটি/সাবজেকটিভিটি নিয়া যার বিন্দুমাত্র ধারনা আছে- সেও এই সাধারন পার্থক্যটা বুঝতো।
"ভয়ে হাত-পা..." এইটা বলা আমাদের কাছে যেমন মজার, নাফের জন্য ঠিক ততটাই অপমানজনক। অথচ নাফিসের পোস্টে আপনি গিয়ে যখন "ভয়ে হাত-পা..." বইলা আসেন, আমি ধান্দায় পইড়া যাই- এইডা কোন জাতের মডারেটর। তেমনি আপনার পোস্টে যদি একটু তৈল মর্দন করে কমেন্ট করলেই সেফ হওয়া যায়-প্রশ্ন কেবলই বাড়ে। পার্সোনালী মোবাইলেও না-কি ব্লগারদের সাথে খাতির করা যায়- কী যন্ত্রনা!!
ফলাফল যেইটা হইছে- ব্লগারদের স্পষ্টত আপনারা কয়েক ভাগে ভাগ করছেন। যে কারনে আপনাদের সব সময় এক পক্ষরে খুশি রাখতে হয়। নতুন ব্লগারদের এক মিনিটেই ব্যান, আর আপনাদের প্রিয় ব্লগারদের বেলায় স্বয়ংক্রিয় মেশিন নষ্ট হইয়া যায়।
এইবার লাগছে ক্যাচাঁল!! মাত্বরি কইরা এক ত্যাজী পোস্টে কমেন্ট করতে যাইয়া খইছেন প্রবীন ব্লগারদের ধাওয়া। দেখা যাক- এতেও শিক্ষা হয় কি-না!
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




