
ফেসবুকের কর্মকর্তা কেভিন ডিসুজা জানিয়েছেন, বাংলাভাষীসহ পাঁচ কোটিরও বেশি ভারতীয় নাগরিক ফেসবুক ব্যবহার করেন। এ অঞ্চলের সবার জন্য মোবাইলে ফেসবুকের ব্যবহার বাড়াতে বাংলাসহ ভারতীয় সাতটি ভাষায় ফেসবুক ব্যবহারের সুবিধা যুক্ত করা হচ্ছে।
ফেসবুক ব্যবহারকারীরা ‘ফেসবুক ফর এভরি ফোন মোবাইল অ্যাপ্লিকেশন’ ব্যবহার করে বাংলা, মারাঠি, পাঞ্জাবি, গুজরাটি, তামিল, কানাড়া, মালয়ালম ও হিন্দি ভাষায় ফেসবুক ব্যবহার করতে পারবেন। এর আগে কেবল ইংরেজিতে ফেসবুক ব্যবহারের সুযোগ ছিল।
‘ফেসবুক ফর এভরি ফোন মোবাইল’ অ্যাপ্লিকেশনটি ২০১১ সালের জুন মাসে উন্মুক্ত করেছিল ফেসবুক। বর্তমানে প্রায় তিন হাজার ৬০০-এরও বেশি জাভা-সমর্থিত মোবাইল ফোনে এটি ব্যবহূত হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে ফেসবুকের প্রায় ৮৫ কোটি ব্যবহারকারী আছেন। এর মধ্যে ৩৫ কোটি ব্যবহারকারী তাঁদের মোবাইলের মাধ্যমেই ফেসবুক ব্যবহার করে থাকেন।
[link|http://www.newsnetbd.com/detail/2012/04/04/2871.html|[ MORE ]] - source : http://www.newsnetbd.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




