সকাল ১১ টার দিকে আফিসের পাশ দিয়ে জামাত-শিবির মিছিল নিয়ে গেল। কিছুক্ষন কাজ বন্ধ রেখে একমনে তাদের স্লোগানগুলো শুনলাম। কি বলতে চায় তারা!!! আতঙ্কিতও হলাম, কারণ তাদের বক্তব্য, চলন ও স্লোগানে স্পস্ট গৃহযুদ্ধ লাগানোর পাপী আভাস। শুনুন তাদের স্লোগানগুলো-
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,
ঘেড়াও ঘেড়াও ঘেড়াও হবে ট্রাইবুনাল ঘেরাও হবে,
সাইদীর কিছু হলে জ্বলবে আগুন হাসিনার ঘরে,
জেলের তালা ভাঙব সাইদীকে আনবো,
সবাই ধরলে ধরে না শিবির ধরলে ছাড়ে না,
আচ্ছা ব্লগে তো অনেক জামাতী-শিবিরের ব্লগার আছেন, আপনারাও জানেন আমরাও জানি, সর্বোপরি ইতিহাস সাক্ষ্য দেয় একাত্তরে আপনাদের হাতিয়ার ব্যবহৃত হয়েছিল আমাদের বাংলার মানুষকে রক্তাক্ত করতে; আমাদের মা-বোনদের ইজ্জত-সম্ভ্রম নস্ট করতে; আমাদের পাকিস্থানের স্থায়ী দাসত্বে বাধ্য করতে। সুতরাং এই কথা দ্বারা আপনারা কি বুঝাতে চাচ্ছেন "একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার"।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



