
তাই হঠাৎ মাথায় আসলো দরকারের সময় একটা বাংলা শব্দের মানে যদি জানার দরকার হয় তাহলে কি করব?
অনেকের বাসায় হয়ত বাংলা টু বাংলা ডিকশনারী আছে । ব্যবহারের অভাবে ধুলো পড়ে গিয়েছে । আবার আমার মত অনেকের বাসায় হয়ত ওই জিনিসই নেই । তাই সবার জন্য একটা দুর্দান্ত অনলাইন বাংলা টু বাংলা ডিকশনারী নিয়ে এই পোস্টের অবতারণা ।
বাংলা অভিধান
সাইটটার ব্যবহার বেশ সহজ । প্রবেশের পর বামপাশে দেখবেন অ থেকে য় পর্যন্ত সিরিয়ালি ইনডেক্সড করা আছে । যদি সার্চ করতে চান তবে উপরে ডানে গুগলের সার্চ অপশন আছে যা কেবল এই সাইটের মধ্যেই সার্চ করবে । ফলে যেকোন শব্দ খুঁজতে খুব একটা সমস্যা হওয়ার কথা না ।
তাই সরাসরি সাইটে চলে যান এবং দেখে আসুন সাইটটা কেমন কাজ করে । পছন্দ হলে বুকমার্ক করে রাখুন । পরে কাজে দিবে । আর ধন্যবাদ দিয়ে ছোট করবেন না (পারলে চা বিস্কুট খাওয়ান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




