আর ফিরে যেতে চাইনা কংক্রিটের ছাঁদফেরানো
ইটের দেয়াল ঘেরা শহরের আলো জ্বলমলে-
হাজার বর্গফুট আকৃতির ঘরে,
সবুজের বুকে ভালোবাসার ঘর বেঁধে
কাটাতেঁ চাই ক্ষুদ্র এ জীবনের বাকিটা সময়।
আর ফিরে যেতে চাইনা আমার অতীতে!
নয়তবা,সাড়ে তিন হাত মাটির ঘরে
অনন্তকালের অন্ধকার সংসারে-
যুক্ত হয়ে যেতে চাইবো ঝি ঝি পোকাদের সাথে ।।
স্বপ্নরা বেঁচে থাকবে জোনাকি পোকার বেশে,
মিটি মিটি আলো হয়ে আলোহীণ পথিকের অন্ধকার পথে !!
আমি চাইতে পারিনা ভবিষ্যৎ,
আমি,আর ফিরে যেতে চাইনা আমার অতীতে,
আমি ভালোবাসি শুধু বর্তমান,
আর আমার দেহ সমান আকৃতির মাটির ঘর !!
--আসিফ হাসান
৩০-০১-১৬
(উপচে পরা কবি গিড়ীর ফসল)

নুহাশ পল্লী তে গিয়ে যদি একটা কবিতা না লেখা যায়!
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




